HP Laptop: 4 নতুন ল্যাপটপ লঞ্চ করে দিল HP, ফিচারের ঝুলি দেখে লাইন পড়ছে ক্রেতাদের
HP 4 New Laptop: HP সদ্য ভারতে 4টি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। এই চারটি মডেলের মধ্যে রয়েছে HP Pavilion Plus 14, Pavilion x360, HP 14 এবং HP 15। তবে চলুন নতুন ল্যাপটপগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
HP Four New Laptop: অনেকদিন ধরে টাকা জমাচ্ছেন একটি ভাল ল্যাপটপ কিনবেন বলে? কিন্তু কোন কোম্পানির কিনবেন তা বুঝেই উঠতে পারছেন না। ল্যাপটপের ক্ষেত্রে অনেক বড় কোম্পানিই রয়েছে ভারতীয় বাজারে। আর তারমধ্য়েই একটি জনপ্রিয় কোম্পানি হল HP। সংস্থাটি সদ্য ভারতে 4টি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। Gen Zs এবং millennials কে লক্ষ্য করে কোম্পানি তাদের নতুন ল্যাপটপ চালু করেছে। এই ল্যাপটপগুলিতে 13 তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও ল্যাপটপগুলিতে উন্নত কর্মক্ষমতা ও অনেক সিকিউরিটি ফিটার রয়েছে। এই চারটি মডেলের মধ্যে রয়েছে HP Pavilion Plus 14, Pavilion x360, HP 14 এবং HP 15। তবে চলুন নতুন ল্যাপটপগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
HP 14 এবং HP 15:
কোম্পানিটি এই দু’টি ল্যাপটপের দাম কম রেখেছে। HP 14 এবং HP 15-এ কম্প্যাক্ট ডিজ়াইন দেওয়া হয়েছে। এছাড়াও এই দু’টি ল্যাপটপ খুবই হালকা। এক জায়গা থেকে অন্য কোনও জায়গায় সহজেই নিয়ে যাওয়া যায়। এই দু’টি কমপ্যাক্ট ল্যাপটপ HP 14 এবং HP 15-এ যথাক্রমে 14-ইঞ্চি এবং 15-ইঞ্চি FHD LCD ডিসপ্লে সহ 1920×1080 রেজোলিউশন রয়েছে। ওজনের ক্ষেত্রে, HP 14-এর ওজন 1.4kg, আর HP 15-এর ওজন 1.6kg। উভয় ল্যাপটপই প্রাইভেসির জন্য ম্যানুয়াল শাটার, Wi-Fi 6 কানেকশন এবং FHD ওয়েবক্যামের মতো ফিচারগুলি রয়েছে।
Pavilion Plus 14 ও Pavilion x360:
HP Pavilion Plus 14 হল একটি লাইটওয়েট টাচস্ক্রিন ল্যাপটপ, যার ওজন 1.39 কেজি। টাচস্ক্রিন ল্যাপটপ হওয়ায় এর দাম যে খুব একটা কম হবে না, তা এতক্ষণে আপনি বুঝেই গিয়েছেন নিশ্চয়ই। এটিতে 2880×1880 রেজোলিউশন সহ একটি 14-ইঞ্চি 2.8K OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট এবং 400 nits-এর সর্বোচ্চ ব্রাইটনেস রয়েছে। অন্যদিকে প্যাভিলিয়ন x360 (Pavilion x360) একটি 14 ইঞ্চি ল্যাপটপ এবং এটি 13 তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। উভয় ল্যাপটপেই প্রাইভেসির জন্য টেম্পোরাল নয়েজ রিডাকশন এবং ম্যানুয়াল শাটার সহ 5MP ওয়েবক্যাম দেওয়া হয়েছে।
এখন প্রশ্ন হল এই নতুন দুই জোড়া ল্যাপটপের দাম কত?
HP 14-এর দাম 39,999 টাকা থেকে শুরু হয়। আর HP Pavilion X360-টি 57,999 টাকা রাখা রয়েছে। কোম্পানি Pavilion Plus 14-এর দাম 81,999 টাকা। সমস্ত ল্যাপটপ অনলাইন এবং অফলাইন উভয় জায়গা থেকেই কিনতে পারবেন।