AC Buying Guide 2023: সেরা 9 টিপস, যা আপনার AC কেনার কাজটা সহজ করে দেবে
AC Buying Tips: আর কয়েকটা দিনের মধ্যে আপনি কাজ সেরে বাড়ি ফেরার পর একমাত্র Air Conditioner ছাড়া আপনাকে আর কেউই 'COOL' রাখতে পারবে না। AC যখন কিনবেনই, তখন সেরা AC কেনার টিপসও জেনে রাখা জরুরি।
Tips To Buy AC: গরমকাল আসতে এক ফোঁটাও দেরি করে না, যতটা শীতকাল করে। তাই, গরম যত দ্রুত ঘনিয়ে আসে, ততই আমাদের একটা এয়ার কন্ডিশনারের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এর মধ্যে রাজধানী দিল্লি 54 বছরে এই নিয়ে তৃতীয় উষ্ণতম দিন চাক্ষুষ করেছে। কলকাতায় রাতের দিকে ততটাও গরম নেই ঠিকই, কিন্তু দিনের বেলা এখনই টেকা দায় হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে AC ছাড়া চলবে কী করে! এখন আপনি যদি নতুন AC কেনার চিন্তাভাবনা করেন, তাহলে এখনই সবথেকে সেরা সময়। তার কারণ, আর কয়েকটা দিনের মধ্যে আপনি কাজ সেরে বাড়ি ফেরার পর একমাত্র এয়ার কন্ডিশনার ছাড়া আপনাকে আর কেউই ‘COOL’ রাখতে পারবে না।
তবে AC কেনার কাজটা কিন্তু মোটেই সহজ নয়। এই নয় যে, আপনার কাছে টাকা থাকল আর আপনি দোকানে গিয়ে বা অনলাইনে এসি কিনে ফেললেন। কারণ, বাজারে বিভিন্ন প্রাইস ক্যাটেগরির, বিভিন্ন ব্র্যান্ডের, নানাবিধ ফিচারের AC থাকে। সেগুলির মধ্যে থেকে নিজের জন্য একটা সঠিক এয়ার কন্ডিশনার বেছে নেওয়ার কাজটা মোটেই সহজ নয়। যে ধরনের এসি কিনবেন, সে সম্পর্কে ধারণা থাকা জরুরি। তার থেকেও বেশি জরুরি আপনার ছোট রুম বা বড় রুমের পরিপ্রেক্ষিতে কোন Air Conditioner ভাল হতে পারে, সেই বিষয়টাও জেনে রাখা উচিত। AC কেনার আগে যে 10টা বিষয় মাথায় রাখবেন, সেগুলি এখনই জেনে নিন।
1) বাজেটটা ঠিক করে নিন
AC কেনার আগে সবার প্রথমে বাজেটটা ঠিক করে নিন। বাজেট যদি সেট করা থাকে, তাহলে বাজারে হাজার একটা মডেলের সেরার সেরা এয়ার কন্ডিশনার বেছে নিতে আপনার সুবিধা হবে। মাথায় রাখবেন, আপনি যেমন এয়ার কন্ডিশনারই কিনুন না কেন, তার দাম 30,000 টাকার বেশি হওয়া উচিত নয়।
2) ঘরের সাইজ়টা মাথায় রাখবেন
দেখা গেল, আপনার ঘরচা বিরাট বড়, একটা হলঘরের মতো। আর আপনি সেই ঘরের জন্য একটা 1 টনের এসি কিনছেন, তাহলে ঘর কিন্তু ঠান্ডা হবে না। আবার ছোট একটা ঘরের জন্য যদি ভাবেন 2 টনের AC কিনে জলদি ঘর ঠান্ডা করবেন, তাতেও কিন্তু হবে না। মাথায় রাখবেন, 100 বা 200 স্কোয়্যার ফুটের ঘর ঠান্ডা করার একটা 1 টনের AC যথেষ্ট। বড় ঘর হলে সেক্ষেত্রে 1.5 বা 2 টনের AC যথেষ্ট।
3) ঘরের মেঝেটাও খুব গুরুত্বপূর্ণ
আপনি যদি কোনও অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে AC কেনার সময় আপনার বাড়ির মেঝেও খুব গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, উপর তলায় থাকলে ঘরের মেঝে আরও উত্তপ্ত হতে থাকে। কারণ, এটি বিল্ডিংয়ের ছাদের নীচে থাকে। তাই, আপনি যদি সবচেয়ে উপরের ফ্লোরে থাকেন এবং সেখানে যদি দ্রুত ঘর ঠান্ডা করতে পারে এমন AC চান, তাহলে আপনার স্বাভাবিকের চেয়ে বড় এবং আরও শক্তিশালী এসি লাগবে।
4) Split নাকি Window, কোনটা নেবেন সেটাও ঠিক করুন
Split বা Window AC-র মধ্যে বিরাট কিছু একটা ফারাক নেই। তবে উইন্ডো এসি অনেকটা কম দামে পাওয়া যায়, স্প্লিট এসি ততটাও কমে মেলে না। আবার স্প্লিট এসি আপনি যেখানে খুশি বসাতে পারেন, কিন্তু উইন্ডো এসি-র জন্য আপনার জানলাই লাগবে। এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়, আওয়াজ এবং কুলিং টাইমের নিরিখেও এই দুই ধরনের এয়ার কন্ডিশনারের মধ্যে ফারাক থাকে। উইন্ডো এসি শব্দ করে কিন্তু ঠান্ডা হতে সময় নেয়। সেই জায়গায় স্প্লিট এসি ঠান্ডা হতে কম সময় নেয় এবং কোনও আওয়াজও করে না। আপনার বাজেট, রুমের ক্যাপাসিটি এবং বাজেটের কথা মাথায় রেখে পছন্দসই এসি বাছুন।
5) কয়েল সম্পর্কে যাচাই করে নিন
অনেকেই এসি ক্রয় করার সময় এই বিষয়টা খেয়াল রাখেন না। যে ACটা কিনবেন বলে মনস্থির করছেন, তার কয়েল সম্পর্কেও যাচাই করে নিন। কেমনতর কয়েল ব্যবহৃত হয়েছে, তা আপনার জেনে রাখা জরুরি। যদি আপনার এয়ার কন্ডিশনারে কপার কয়েল থাকে, তাহলে তার রক্ষণাবেক্ষণ করা সহজ হয়েযায়। রিপেয়ার থেকে শুরু করে দ্রুত ঘর ঠান্ডা করা এবং তার থেকেও বেশি দীর্ঘ মেয়াদের জন্য অ্যালুমিনিয়মের থেকে কপার কয়েল অনেক ভাল।
6) Stars পরখ করে নিন
এটা ঠিক যে কম পাওয়ার সেভিং রেটিং আছে, এমন AC অন্যান্য বিকল্পগুলির তুলনায় সস্তা। কিন্তু, এগুলি ব্যবহার করে আপনার ইলেকট্রিসিটি বিল বেশি আসতে পারে। তাতে, আপনার খরচ একদিক থেকে বাড়বেই। অন্যদিকে, যে এসির পাওয়ার সেভিং রেটিং বেশি, সেগুলোর দামও বেশি, তারা আপনার ইলেকট্রিসিটি বিল কমাতে পারে। সেই দিক থেকে দেখতে গেলে আপনার টাকা সাশ্রয়ই হয়। সুতরাং, পাওয়ার সেভিং পয়েন্ট সম্পর্কে খুব সতর্ক থাকুন এবং ইউনিটটিতে কতগুলি স্টার রয়েছে তা লক্ষ্য করতে ভুলবেন না।
7) পেমেন্ট অপশন ঠিক করে রাখুন
শুধু নগদ বা ডেবিট কার্ড ব্যবহার করে AC কিনতে পারেন এমনটা নয়। একাধিক অপশনে আপনি এয়ার কন্ডিশনার ক্রয় করতে পারেন। ক্রেডিট কার্ড থেকে শুরু করে UPI, সাধারণ EMI থেকে শুরু করে নো-কস্ট EMI, 6 মাসের ইনস্টলমেন্টে পেমেন্ট থেকে এক বছরের কিস্তি— মধ্যবিত্তের সুবিধায় AC কিনতে একাধিক উপায় রয়েছে। একবারে একটা মোটা টাকা দিতে না-পারলে ধাপে ধাপে টাকা দিয়ে এসি কেনার অনেক পন্থা রয়েছে।
8) অনলাইনে দাম যাচাই করে নিন
মাথায় রাখবেন, যখনই আপনি অফলাইনে AC ক্রয় করবেন, তখন দোকানের সেলসম্যান আপনাকে নির্দিষ্ট কয়েকটা মডেল রেকমেন্ড করবে। সে যাতে আপনাকে খারাপ মডেল ‘গছাতে’ না পারে বা ঠকাতে না পারে, তাই তড়িঘড়ি অনলাইনে সেই AC-র দাম যাচাই করে নিন। সেই এসির দাম যদি অনলাইনে কম দেখেন, তাহলে তা সেলসম্যানকে জানান। তিনি সেই দামে রাজি না হলে, অনলাইনেই কিনে নিন।
9) বিক্রয় পরবর্তী পরিষেবা
AC ক্রয় করলেই যে আপনার এবং সেলসম্যানের সব দায়িত্ব শেষ, তা কিন্তু নয়। তার কারণ, এসি ঠিকঠাক রাখতে আপনাকে নির্দিষ্ট সময়ান্তরে তার সার্ভিসিংও করতে হবে। এছাড়াও, কখনও কিছু সমস্যা হলে আপনার এসি যদি রিপেয়ার করতে হয়, তার জন্যও কোম্পানির পরিষেবা দরকার হবে। এই সব কিছুই খুব সহজ হয়ে যাবে, যখন ব্র্যান্ডের বিক্রয়োত্তর পরিষেবা ভাল হবে।