Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Income Tax: ভারতে মধ্যবিত্তের ওপর করের বোঝা কমছে হু হু করে, সামনে এল বড় রিপোর্ট

Income Tax: আয়কর রিটার্নের যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যাঁদের আয় ৫০ লক্ষের বেশি, তাঁদের গত এক বছরে আয় বৃদ্ধি পেয়েছে ৯.৩৯ লক্ষ। ২০১৩-১৪-তে এই বৃদ্ধি হয়েছিল ১.৮৫ লক্ষ।

Income Tax: ভারতে মধ্যবিত্তের ওপর করের বোঝা কমছে হু হু করে, সামনে এল বড় রিপোর্ট
প্রতীকী ছবিImage Credit source: Getty Images Creative
Follow Us:
| Updated on: Nov 14, 2024 | 6:40 PM

নয়া দিল্লি: বছরে যাঁদের আয় ২০ লক্ষ টাকার কম, তাঁদেরকেই মধ্যবিত্ত হিসেবে চিহ্নিত করা হয় ভারতে। সেই মধ্যবিত্তরা এবার কিছুটা স্বস্তি পেয়েছেন। বেশিরভাগ মধ্যবিত্তকে আয়কর দিতে হচ্ছে না! সামনে এল এমনই রিপোর্ট। যাঁরা আয়কর দিচ্ছেন, তাঁদের তথ্য বিবেচনা করে দেখা যাচ্ছে, এই ২০ লক্ষ টাকা আয় করা করদাতার সংখ্যা গত ১০ বছরে কমেছে উল্লেখোগ্যভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে এই সংখ্যা কমেছে বলেই জানা যাচ্ছে।

আয়কর রিটার্নের যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যাঁদের আয় ৫০ লক্ষের বেশি, তাঁদের গত এক বছরে আয় বৃদ্ধি পেয়েছে ৯.৩৯ লক্ষ। ২০১৩-১৪-তে এই বৃদ্ধি হয়েছিল ১.৮৫ লক্ষ। একই সঙ্গে আয়কর রিটার্নের পরিমাণও বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

সূত্রের খবর, যাঁরা ৫০ লক্ষের বেশি আয় করেন, তাঁরাই ৭৬ শতাংশ আয়কর দিচ্ছেন, ফলে মধ্যবিত্তের ওপর করের বোঝা কমেছে। আরও জানা যাচ্ছে যে, ২০১৪ সালে যাঁদের আয় ২ লক্ষ টাকার বেশি ছিল, তাঁরাও আয়কর দিতেন। কিন্তু মোদী জমানায় একাধিকবার ছাড় দেওয়ার ফলে বর্তমানে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করলেও কোনও ট্যাক্স দিতে হয় না।

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হওয়ার পরিমাণও মোদীর আমলে বেড়েছে অনেকটাই। ২০১৩-১৪ সালে যে সংখ্যা ছিল ৩.৬০ কোটি, এখন তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইলের সংখ্যা ৭.৯৭ কোটি। অর্থাৎ ১২১ শতাংশ বেড়েছে পরিমাণ।