IPL 2025, Shubman Gill: গেইলের পরই গিল! অল্পের জন্য ছোঁয়া হল না এই রেকর্ড…
Gujarat Titans Captain: জোড়া স্বস্তি শুভমন গিলের। একটুর জন্য ছোঁয়া হল না কিংবদন্তি ব্যাটার ইউনিভার্স বস ক্রিস গেইলের রেকর্ড। মাত্র একটি ম্যাচের ব্যবধান। কী এই রেকর্ড?

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম হাইস্কোরিং ভেনু আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ডও। ঘরের মাঠে নতুন রেকর্ড শুভমন গিলের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্যাপ্টেন হিসেবে জয়, ব্যক্তিগত নজির। জোড়া স্বস্তি শুভমন গিলের। একটুর জন্য ছোঁয়া হল না কিংবদন্তি ব্যাটার ইউনিভার্স বস ক্রিস গেইলের রেকর্ড। মাত্র একটি ম্যাচের ব্যবধান। কী এই রেকর্ড?
শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিং সহায়ক পিচে শুরুটা দুর্দান্ত টাইটান্সের। দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন ৭৮ রানের জুটি গড়েন। হার্দিক বোলিংয়ে আসতেই অবশ্য খেই হারান শুভমন। ততক্ষণে রেকর্ড করে ফেলেছিলেন। ভারতীয় ক্রিকেটের প্রিন্স এক ভেনুতে হাজার রান পূর্ণ করেন। তাও মাত্র ২০ ম্যাচে। দ্রুততম হিসেবে এক ভেনুতে এক হাজার রানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ ম্যাচেই হাজার রান পূর্ণ করেছিলেন।
এক ভেনুতে দ্রুততম হাজার রানের রেকর্ডে ক্রিস গেইলের পরেই শুভমন। গেইল ও গিলের পরেই এই তালিকায় রয়েছেন অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ও শন মার্শ। আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, ক্যাপ্টেন্সিও করেছেন এই ওপেনার। সানরাইজার্সে খেলার সময় হায়দরাবাদের মাঠে ২২ম্যাচে হাজার রানের রেকর্ড ওয়ার্নারের। তেমনই আর এক অজি তারকা তথা পঞ্জাব কিংসের (কিংস ইলেভেন পঞ্জাব) প্রাক্তন শন মার্শ মোহালির মাঠে ২৬ ম্যাচে হাজার রান পূর্ণ করেছিলেন। তালিকায় চারে স্থানে রয়েছেন শন মার্শ।





