Split AC vs Window AC: গরম তো এসে গেল, Split নাকি Window, কোন AC আপনার জন্য ভাল, জেনে নিন
Tips To Choose Best AC: যাঁরা AC কেনার পরিকল্পনা করেন, তাঁরা Split নাকি Window কোন ধরনের AC কিনবেন, তা নিয়ে বিভ্রান্তিতে থাকেন। Window AC নাকি Split AC আপনার জন্য কোনটা ভাল হতে পারে, তার সিদ্ধান্ত নিতে আমরা কয়েকটি পার্থক্য তুলে ধরলাম।
AC Differences: ফেব্রুয়ারি মাসের এক্কেবারে শেষ পর্যায়। আর এখনই একপ্রকার গরম পড়ে গিয়েছে। কয়েক মাস পরে এই গরমেই গলদঘর্ম অবস্থা হবে মানুষের। তাই, আগেভাগে সতর্ক থাকতে অনেকে এই সময়টাতেই Air Conditioner কেনার পরিকল্পনা করেন। যাঁরা AC কেনার পরিকল্পনা করেন, তাঁরা Split নাকি Window কোন ধরনের AC কিনবেন, তা নিয়ে বিভ্রান্তিতে থাকেন। এক্ষেত্রে জেনে রাখা ভাল যে, উইন্ডো এসি বা স্প্লিট এসি-র মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার ক্ষেত্রে বাজেট, ঘরের আকার, ইনস্টলেশন চার্জ এবং সর্বোপরি আপনার ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করে। Window AC নাকি Split AC আপনার জন্য কোনটা ভাল হতে পারে, তার সিদ্ধান্ত নিতে আমরা কয়েকটি পার্থক্য তুলে ধরলাম।
Split AC vs Window AC: যে সব পার্থক্য দেখে বাছাই করবেন?
ইনস্টলেশন – Window AC আপনার ঘরের জানলার সঙ্গে ফিট করা হয়। এদের আকার প্রায় একই রকম হয়, যা শুধু আপনার জানলার সঙ্গে বসিয়ে দিলেই হয়ে যায়। Split AC ইনস্টল করা অপেক্ষাকৃত কঠিন, তার জন্য পেশাদারের দরকার হয়। তার কারণ, স্প্লিট এসির দুটি ইউনিট থাকে। তার একটি ইনডোর এবং অপরটি আউটডোর। ইনডোর ইউনিটটি আপনার ঘরের দেওয়ালে কোনও এক প্রান্তে ফিট করা হয়, আউটডোর ইউনিটটি খোলামেলা জায়গায় ছাদে বা বারান্দায় সেট করা হয়। Split AC-র এই দুটি ইউনিটই একটি একক রেফ্রিজারেটর লাইন দ্বারা সংযুক্ত।
ঘরের আকার – ছোট ঘরের জন্য Window AC ভাল। কারণ, তাদের ঘর ঠান্ডা করার ক্ষমতা সীমিত। অন্যদিকে স্প্লিট এসি তার টন ক্ষমতা অনুযায়ী, বিভিন্ন আকারের ঘরে বসানো যেতে পারে। বিভিন্ন টনের Split ACগুলি বিভিন্ন আকারের ঘরে সেট করলে অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা ঘর ঠান্ডা করতে পারে।
নয়েজ় লেভেল – স্প্লিট এসি উইন্ডো এসি-র থেকে অনেকটা শান্ত। তাদের আওয়াজ অনেকটা কম। তার কারণ হল, Split AC-র কম্প্রেসর এবং কন্ডেন্সার ইউনিট ঘরের বাইরে ইনস্টল করা হয়। সেই জায়গায় Window AC-র ইউনিটটিতেই তার এই সব উপাদানগুলি একত্রিত থাকে। ফলে, যে ঘরের জানলায় এটি বসানো হয়, সেই ঘরে অনেকটাই বেশি শব্দ করে এই এসি।
বিদ্যুৎ বিল – স্প্লিট এসি সাধারণত উইন্ডো এসি-র থেকে অনেকটাই বেশি শক্তি দক্ষ হয়। এর অর্থ হল Split AC কম শক্তি ব্যবহার করে ঘর ঠান্ডা রাখতে পারে। তার ফলে এই ধরনের এসি চালিয়ে ইলেকট্রিসিটি বিলও অনেক কম আসে। কিন্তু Window AC-র ক্ষেত্রে তেমনটা হয় না। এরা অতিরিক্ত শক্তি ব্যবহার করে চালিত হয় এবং বিদ্যুৎ বিলও আসে অনেকটাই।
অন্যান্য কারণ – দর্শনের দিক থেকেও উইন্ডো এসির তুলনায় স্প্লিট এসি অনেকাংশেই ভাল। তার কারণ, Split AC ঘরের দেওয়ালে একপাশে মাউন্ট করার ফলে অনেকটাই কম জায়গায় নেয়। Window AC কিন্তু তেমন নয়। এই ধরনের এসি বেশ ভারী এবং জানলার বাইরে ফিট করার ফলে দর্শনের দিক থেকে কোনও অংশেই ভাল হয় না।
Split AC vs Window AC: কোনটা ভাল হতে পারে আপনার জন্য?
সিদ্ধান্ত – এই সব দিক বিচার করে আমরা বলতে পারি যে, আপনার ঘরটি যদি ছোট হয় এবং আপনার বাজেটও কম হয়, তাহলে Window AC কিনতে পারেন। যদিও সেক্ষেত্রে বিদ্যুৎ বিল নিয়েও আপনাকে ভাবতে হতে পারে। অন্য দিকে আপনার রুম যদি বড় হয়, বাজেট ভাল হয়, কোনও আওয়াজ ছাড়া শান্তিতে একটি শীতল পরিবেশ উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য Split AC ভাল অপশন হতে পারে।