Best Vlogging Camera: ভ্লগিংয়ের জন্য এই মুহূর্তের সেরা 4 ক্যামেরা, দুর্দান্ত শটস নিতে পারবেন

Action Cameras: ভ্লগিংয়ের জন্য এই মুহূর্তে মার্কেটে কোন ক্যামেরাগুলি ভাল হতে পারে? এমনই চারটি অ্যাকশন ক্যামেরার তালিকা রইল আফনাদের জন্য। দেখে নিন।

Best Vlogging Camera: ভ্লগিংয়ের জন্য এই মুহূর্তের সেরা 4 ক্যামেরা, দুর্দান্ত শটস নিতে পারবেন
গো প্রো ছাড়াও একাধিক ক্যামেরা রয়েছে, যেগুলি ভ্লগিংয়ের জন্য সেরা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 2:46 PM

Best Cameras For Vlogging: ভ্লগিং করবেন বলে মনোস্থির করেছেন। কিন্তু কোন ক্যামেরা কিনবেন ভেবে উঠতে পারছেন না, তাই তো? ভ্লগিংয়ের জন্য এই মুহূর্তে মার্কেটে একাধিক ক্যামেরা রয়েছে। তবে সব ক্যামেরাই তো আর আপ টু দ্য মার্ক নয়! ভ্লগিংয়ের জন্য সেরা ক্যামেরা বাছাই করতে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। মনে রাখবেন, এমনই ক্যামেরা কিনতে হবে যা ভ্লগে আপনার লোকেশন হাইলাইট করবে এবং সেই সঙ্গে কিছু বিষয় সম্পর্কে দর্শকদের শিক্ষিতও করবে। ভ্লগের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই হল একটা ভাল শট, যা দর্শকদের মনে প্রভাব ফেলতে পারে। আপনার গুরুত্বপূর্ণ শটগুলিই আপনার ভ্লগ চ্যানেলকে সবথেকে জনপ্রিয় করতে পারে। একবার দর্শকরা সেখানে চলে এলে আপনার চ্যানেল ছেড়ে বেরিয়ে যাবেন না। 2022 সালের সেরা কয়েকটি ভ্লগিং ক্যামেরা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

GoPro Hero 10

Hero 10 Black হল জনপ্রিয় অ্যাকশন ক্যামেরা সংস্থা গো প্রো-র নতুন ফ্ল্যাগশিপ ক্যামেরা। অত্যাধুনিক আকর্ষণীয় প্রযুক্তিতে ভরপুর এই ক্যামেরা। এখন এটিই গো প্রো-র টপ ক্যামেরা। ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স বডি এবং শক রেজিস্ট্যান্স ফিচার্স দেওয়া হয়েছে এতে। পিকচার অ্যান্ড ভিডিয়ো স্টেবিলাইজেশনও রয়েছে এই কম্প্যাক্ট ক্যামেরা রয়েছে। ফিশ আই ফরম্যাট এবং ফ্ল্যাট HD রেক্ট্যাঙ্গলে ওয়াইড শট, আলট্রা ওয়াইড শট ইত্যাদি নেওয়া সম্ভব অ্যাকশন ক্যামেরাটির সাহায্যে। 5.3K রেজোলিউশনে হাই ডেফিনিশন ভিডিয়ো তোলার জন্য এটি একটি আদর্শ অ্যাকশন ক্যামেরা।

Insta360

আর একটি ভাল অ্যাকশন ক্যামেরা রয়েছে, যার নাম Insta360। একটি চিনা সংস্থা এই ক্যামেরাটি বিক্রি করে। যে কোনও লোকেশনের একটি 360 ডিগ্রি ভিউ দিতে পারে অ্যাকশন ক্যামেরাটি। পাশাপাশি সকলের জন্য সার্ভিস উপলব্ধ করতে এই ক্যামেরাতে গুগল স্ট্রিট ভিউ রেডি ফিচার রয়েছে।

Sony ZV-1

সনির এই মিররলেস ক্যামেরায় এমনই কিছু গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, যা ফটোগ্রাফার ও ভ্লগারদের অ্যাসিস্ট করতে পারে। সনি এই মুহূর্তে বিশ্বের প্রথম সারির ক্যামেরা প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে একটি। 4K কোয়ালিটিতে এই ক্যামেরার শুট করার ক্ষমতা রয়েছে। এক্সটার্নাল মাইক্রোফোনের জন্য এই ফোনে রয়েছে একটি রেডি পোর্ট। সব মিলিয়ে এই অ্যাকশন ক্যামেরাটি একবারে ‘ভ্লগিং রেডি’ হিসেবে অবতীর্ণ হয়েছে।

Mevo Start

ভ্লগিং ক্যামেরার তালিকায় এটিই নবতম সংযোজন। 1080P স্ট্রিমিং সাপোর্ট করে ক্যামেরাটি। এর সবথেকে বড় ফিচারটি হল এটি অ্যাকশন ক্যামেরা থেকে সমস্ত ডেটা মোবাইল ডিভাইসে পাঠাতে দেয়। ক্যামেরাটি রেকর্ড করতে সক্ষম, ছয় ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। ডিভাইসে সরাসরি ক্লিপ রেকর্ড করার পাশাপাশি এতে রয়েছে মাইক্রোএসডি কানেকশনও। মানুষজনকে ট্র্যাক করা এবং অটোমেটিক্যালি শটস সুইচ করার জন্য Mevo অ্যাপটি টাইট, ওয়াইড-সহ নানাবিধ শটস অফার করে।