কৃষক
কৃষকরা হলেন দেশের অন্নদাতা। রোদে পুড়ে, জলে ভিজে কৃষক সমাজ ফসল ফলায়। এই কৃষক সমাজ ভারতের অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের অর্থনীতি প্রবল ভাবে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। গ্রামীণ অর্থনীতি ভিত্তি হল কৃষিকাজ। তাই কৃষকদের দেশের অন্যতম চালিকাশক্তি হিসাবে চিহ্নিত করলেও কিছু ভুল হয় না। কারণ দেশের ডিজিপি-র ১৭ শতাংশ আসে কৃষিকাজ থেকে। অর্থাৎ দেশের অর্থনীতির প্রায় পাঁচ ভাগের আসে চাষবাস থেকে। শুধু তাই নয়, দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় এই কৃষিকাজে। তাই কৃষি ব্যবস্থা আধুনিক হলে, কৃষকদের অবস্থার উন্নতির হলে দেশের উন্নতি নিশ্চিতভাবে ত্বরাণ্বিত হবে।
কিন্তু আমাদের দেশের কৃষকদের দুরবস্থার বিষয়টি বার বার উঠে আসে। আমাদের দেশে কৃষক আত্মহত্যার বিষয়টিও একটি গুরুতর সমস্যা। যদি কৃষকদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছে কেন্দ্রের সরকার। কৃষকরা যাতে ফসলের উপযুক্ত দাম পান, ফসল নষ্ট হলে যাতে বিমার সুবিধা পান, সেই সব ব্যবস্থাও করা হয়েছে। টানা তিন বার ক্ষমতায় আসা এনডিএ সরকার আসন্ন বাজেটে তাঁদের জন্য জনকল্যাণমূলক পদক্ষেপ করবে বলেই আশা কৃষক সমাজের।