Anupam Roy Marriage: অনুপম-প্রশ্মিতার বিয়ে শুনে কী বলছেন ‘বন্ধু’ পরমব্রত?

আগামী ২ মার্চ বিয়ে করছেন গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়। তাঁর হবু স্ত্রীর নাম প্রশ্মিতা পাল। অনুপম বলেছেন, “হ্যাঁ বিয়ে করছি, জায়গাটা এখনই বলতে চাইছি না, একটাই অনুষ্ঠান করছি। ২ মার্চ। কলকাতাতেই... টলিউড নয়, পরিবারের মানুষেরাই হাজির থাকবেন, সবাইকে ধন্যবাদ এত শুভেচ্ছার জন্য।"

Anupam Roy Marriage: অনুপম-প্রশ্মিতার বিয়ে শুনে কী বলছেন 'বন্ধু' পরমব্রত?
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 9:21 PM

না ফেরার দেশে পঙ্কজ উদাস
প্রয়াত গজল গায়ক পঙ্কজ উদাস। বয়স হয়েছিল ৭২ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চলছিল চিকিৎসা। তবে শেষরক্ষা হল না। সোমবার, ২৬ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তাঁর। তাঁর মৃত্যুতে পরিবারের তরফে প্রকাশ করা হয়েছে এক শোকবার্তা। শোকপ্রকাশ করেছেন গায়ক সোনু নিগমও। সোনুর কথায়, “আমার শৈশবের একটা অংশ হারিয়ে গেল। আপনি নেই জেনে আমার হৃদয় কাঁদছে।”

এ কী করলেন রণবীর?
পুরস্কার নিতে উঠে বেমালুম এড়িয়ে গেলেন স্ত্রী আলিয়া ভাটকে ধন্যবাদ জানাতে। সম্প্রতি রণবীর কাপুরের এই কাণ্ড দেখে মেজাজ হারালেন আলিয়া ভক্তরা। এক শ্রেণি দাবি করে বসলেন, ”ছেড়ে দিন আলিয়াকে।” অপর শ্রেণি যদিও এটা স্পষ্ট করে দিতে পিছপা হলেন না যে, ‘অতীতে এই একই কাজ আলিয়াও করেছেন। তাই এই বিষয়টা নিয়ে জল ঘোলা না হওয়াই উচিত। ‘

ভাইরাল তিন কোটির কেক
উর্বশী রাউটেলার জন্মদিনে এবার হানি সিং-এর সারপ্রাইজ। ২৪ ক্যারট সোনায় মোড়া কেক উপহার দিলেন তিনি অভিনেত্রী তথা মডেলকে। যার দাম তিন কোটি, সেই কেক কেটে জন্মদিন সেলিব্রেশন উর্বশীর। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তিন কোটি কেক দেখার জন্য ভিড় জমাচ্ছেন নেটিজেনরা। কেউ করছেন কটাক্ষ, কারও আবার পোস্ট দেখে চোখ উঠছে কপালে।

ভোল বদল নাইসার
বলিউডে তিনি ‘পার্টি গার্ল’ বলেই পরিচিত। কাজল ও অজয় দেবগণের কন্যা রাতপার্টি করতে বেশ পছন্দ করেন। যার জন্য বিতর্কেও নাম লিখিয়েছেন রাতারাতি। তবে গত কয়েকসপ্তাহে উধাও সেই ইমেজ। ছিমছাম পোশাকে কখনও দিচ্ছেন মন্দিরে পুজো, কখনও আবার মায়ের হাত ধরে বেরোচ্ছেন পার্লার থেকে। নাইসার এই নয়া রূপ দেখে নেটিজ়েনদের একশ্রেণির অনুমান: এবার ছবিতে নামতে চলেছেন তিনি, তাই এই ভোলবদল।

বিয়ে করবেন অনুপম
আগামী ২ মার্চ বিয়ে করছেন গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়। তাঁর হবু স্ত্রীর নাম প্রশ্মিতা পাল। অনুপম বলেছেন, “হ্যাঁ বিয়ে করছি, জায়গাটা এখনই বলতে চাইছি না, একটাই অনুষ্ঠান করছি। ২ মার্চ। কলকাতাতেই… টলিউড নয়, পরিবারের মানুষেরাই হাজির থাকবেন, সবাইকে ধন্যবাদ এত শুভেচ্ছার জন্য।”

কবে থেকে প্রেম?
টলিপাড়ায় গুঞ্জন ছিলই তবে প্রেমের কথা স্বীকার করেননি অনুপম রায়, প্রশ্মিতা পাল। তবে বিয়ের খবর সামনে আসতেই আর রাখঢাক নয়। বললেন, “একই পেশা হওয়ার কারণে বহুদিন ধরেই আমি অনুপমকে চিনি। সম্পর্ক কবে থেকে তা যদি জানতে চান, তবে বলা ভাল, এই এক বছর।” না, প্রেম-প্রস্তাব কেউই কাউকে দেননি। না বলেই হয়ে গিয়েছে সবটা, দাবি গায়িকার।

শুভেচ্ছা পরমের
অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পর থেকেই একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। অনুপম রায় ফের বিয়ের পিঁড়িতে শুনে কী বলছেন তিনি? তাঁর কথায়, “দু’জন মানুষ ভালবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সব সময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রশ্মিতাকে।”

ফের বিয়ে লোপামুদ্রার?
আইনিভাবে সইসাবুদ করে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন বাঙালি গায়িকা লোপামুদ্রা মিত্র এবং সঙ্গীত পরিচালক জয় সরকার। সামাজিক কোনও অনুষ্ঠানই হয়নি তাঁদের। ফলে বিয়ের মণ্ডপে বসার স্বাদ অপূর্ণই থেকে গিয়েছে গায়িকার। বাকিদের বিয়ে করতে দেখে ফের বিয়ে করতে চাইছেন লোপামুদ্রা। পাত্র কে? পাত্র আর কেউ নন, লোপামুদ্রার স্বামী জয় সরকারই।

ডামি ছাড়া নায়িকার মারামারি
ডামি ছাড়া মারামারির দৃশ্যে অভিনয় করেন ‘ফুলকি’ ধারাবাহিকের নায়িকা দিব্যানী মণ্ডল। তিনি সেখানে এক বক্সারের চরিত্রে অভিনয় করছেন। বলেছেন, “সারাদিন আমাকে ৫টা ফাইট করতে হয়েছে বক্সিংয়ে। একটা ফাইটই দেড় ঘণ্টা ধরে চলে। অপরদিকে যাঁরা আমার সঙ্গে সিনগুলো করছিলেন, তাঁরা সকলে পেশাদার বক্সার। অভিনয়ে কতখানি সংযত হয়ে মারামারি করতে হয়, তাঁরা সেটা জানেন না। তাই আমাকে মুখে মার খেতে হয়েছে খুব।”

Follow Us: