অভিনয় ছেড়ে রাজনীতিতে আসার কারণ কী? জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

মেগা কনক্লেভে সত্তা সম্মেলনের মঞ্চ আলোকিত করতে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে সত্তা সম্মেলনের মঞ্চকে আলোকিত করে তোলেন মান। সত্তা সম্মেলনের মঞ্চে এদিন উঠে এল মানের মনের কথা। TV9 নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের তৃতীয়দিনে, সত্তা সম্মেলনে নিজের রাজনীতিতে আসার কারণ জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান।

অভিনয় ছেড়ে রাজনীতিতে আসার কারণ কী? জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 11:03 PM

মেগা কনক্লেভে সত্তা সম্মেলনের মঞ্চ আলোকিত করতে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে সত্তা সম্মেলনের মঞ্চকে আলোকিত করে তোলেন মান। সত্তা সম্মেলনের মঞ্চে এদিন উঠে এল মানের মনের কথা। TV9 নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের তৃতীয়দিনে, সত্তা সম্মেলনে নিজের রাজনীতিতে আসার কারণ জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। সত্তা সম্মেলনে আপ নেতাকে প্রশ্ন করা হয়, তিনি তো অভিনয় করছিলেন ক্য়াটরিনা কইফের সঙ্গে, হঠাৎ ক্যাটরিনাকে ছেড়ে কেজরীবালের হাত ধরলেন কেন? এর জবাবে ভগবন্ত মান বলেন, “আমি ধর্মেন্দ্রজি, সানি দেওল, ববি দেওল, ক্যাটরিনা কইফের সঙ্গে কাজ করেছি। কিন্তু আমার মনে সবসময় ঘুরত যে সরকারি ব্যবস্থায় পরিবর্তন আসা উচিত। কথায় আছে, নর্দমা সাফ করার জন্য নর্দমাতেই নামতে হবে। সেই কারণে আমায় যখন পিপলস পার্টি অব পঞ্জাবে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, অভিনয় ছেড়ে এক কথায় রাজনীতিতে যোগ দিয়েছিলাম। কিন্তু যার দল, তিনিই কংগ্রেসে চলে যান। তখন তৈরি হচ্ছিল আম আদমি পার্টি। আমি সেখানে যোগ দিই।”

Follow Us: