Viral Video: রুশ সেনার বন্দুকের সামনে ইউক্রেনের বৃদ্ধ দম্পতির দাপট! কুর্নিশ নেট দুনিয়ার, দেখুন ভাইরাল ভিডিয়ো
Viral Video: রাশিয়ার সেনার বন্দুকের সামনেও দমে যাননি ওই বৃদ্ধ দম্পতি। বরং তাঁদের সাহস দেখে পিছু হঠতে বাধ্য হয়েছে রাশিয়ার ওই তিন সেনা জওয়ান।
ইউক্রেনে হামলা করেছে রাশিয়া (Ukraine Russia War)। তার জেরে বহু ইউক্রেনিয় ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছেন। তবে এখনও অনেকেই রয়েছেন যাঁরা ভিটেমাটি কামড়ে পড়ে রয়েছেন সুদিনের আশায়। যুদ্ধ থেমে শান্তি ফিরবে এমনটাই আশা করেন তাঁরা। আর তাই নিজের দেশ ছেড়ে কোথাও যেতে নারাজ এইসব পরিবার। তেমনই এক পরিবারের কাহিনি ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এক বৃদ্ধ ইউক্রেনিয় দম্পতিকে (Ukranian Elderly Couple)। রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে তাঁরা যেভাবে রুখে দাঁড়িয়েছেন, তা দেখে সত্যিই হতবাক নেট দুনিয়া। তার পাশাপাশি ওই বৃদ্ধ-বৃদ্ধার সাহসের প্রশংসাও করেছেন নেটিজ়েনরা। এমনকি কিয়েভের মার্কিন এমব্যাসিও তাঁদের কুর্নিশ জানিয়েছেন। ‘ইউক্রেনিয়ান হিরো’ অ্যাখ্যা দেওয়া হয়েছে তাঁদের।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
Сьогодні ми вітаємо цю літню пару, яка протистояла трьом російським солдатам. #UkrainianHeroes pic.twitter.com/DV7RWO3fe0
— U.S. Embassy Kyiv (@USEmbassyKyiv) March 11, 2022
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনজন রাশিয়ান সেনা একটি বাড়ির গেট জোর করে খুলে ভিতরে ঢুকে পড়েছেন। রীতিমতো হাঁকডাক করতেও শোনা গিয়েছে তাঁদের, চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন এক বৃদ্ধ এবং বৃদ্ধা। তারপর বীরবিক্রমে তিন রাশিয়ান সেনার সম্মুখীন হন এই বৃদ্ধ দম্পতি। তাঁদের দাপট দেখে পিছু হঠতে বাধ্য হন রাশিয়ার সেনারা। বাড়ি থেকে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে ওই তিন সেনাকে। যেভাবে জোর করে গেট খুলে ওই তিন রাশিয়ান সেনা বাড়ির ভিতরে ঢুকেছিল, ভিডিয়ো দেখে মনে হচ্ছিল পারলে তাঁরা গেট ভেঙেই দেবেন। তবে ঠিক একই ভাবে তাঁদের বাড়ি থেকে বের করে দিয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। সেনার বন্দুকের সামনেও দমে যাননি তাঁরা। বরং তাঁদের সাহস দেখে পিছু হঠতে বাধ্য হয়েছে রাশিয়ার ওই তিন সেনা জওয়ান।
এই ভিডিয়ো টুইট করে কিয়েভের ইউএস এমব্যাসি জানিয়েছে যে এই দম্পতিকে তারা স্যালুট জানাচ্ছে। রাশিয়ার সেনার বিরুদ্ধে যেভাবে তাঁরা রুখে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসার। ইউক্রেনের হিরো ওরা। ওই বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। গুলি চালানোর শব্দও পাওয়া গিয়েছে ভিডিয়োতে। সেই সঙ্গে ছিল রাশিয়ান সেনার ভারী কণ্ঠস্বর। তবে কোনও কিছুই ওই বৃদ্ধ দম্পতিকে দমাতে পারেনি। কিন্তু রাশিয়ার সেনাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় এক সেনা শূন্যে গুলি চালায়। তখন চতুর্থ সেনা এসে বাকি তিনজনকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। ততক্ষণে তীব্র চিৎকার শুরু করেছেন ওই বৃদ্ধ এবং বৃদ্ধা। কার্যত বাধ্য হয়েই বাড়ি ছেড়ে আসেন রাশিয়ান সেনারা। ইতিমধ্যেই প্রায় ২ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিয়োর। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্টের সংখ্যা।
আরও পড়ুন- Viral Video: মগডালে বিড়াল, নীচে নামাতে ৩৫ ফুট উঁচু গাছে উঠল কিশোর, উদ্ধার করতে আসরে দমকল কর্মীরা