Viral Video: ভিড় ট্রেনে ভোজপুরী গানে নাচ, মেয়ের আত্মবিশ্বাসের প্রশংসা নেটদুনিয়ায়
Viral Video Today: একটি মেয়েকে দেখা গেল, পাবলিক প্লেসে অস্বাভাবিক ভাবে নাচতে। কখনও ব্যস্ত রাস্তায় যেখানে প্রচুর লোকজন রয়েছে, সেখানে নাচ দেখাল সে। কখনও আবার ভিড় ট্রেনেও তাকে নাচতে দেখা গিয়েছে। ভোজপুরী গানে এক্কেবারে আইটেম নম্বর প্রদর্শন করার ঢঙেই নেচেছে সে। আর প্রত্যেকটা ভিডিয়োই সমানভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে যে যা পারছেন, তাই করে চলেছেন। কিছু ক্ষেত্রে সেই সব কাণ্ড আমাদের মন জয় করে নিয়েছে। কখনও আবার তা আমাদের কাছে দৃষ্টিকটুও ঠেকে। সেরকমই সৃজনশীলতার প্রদর্শন করে ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ার সময়ে একটি মেয়েকে দেখা গেল, পাবলিক প্লেসে অস্বাভাবিক ভাবে নাচতে। কখনও ব্যস্ত রাস্তায় যেখানে প্রচুর লোকজন রয়েছে, সেখানে নাচ দেখাল সে। কখনও আবার ভিড় ট্রেনেও তাকে নাচতে দেখা গিয়েছে। ভোজপুরী গানে এক্কেবারে আইটেম নম্বর প্রদর্শন করার ঢঙেই নেচেছে সে। আর প্রত্যেকটা ভিডিয়োই সমানভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি ট্রেনে রেকর্ড করা হয়েছে। জনপ্রিয় একটি ভোজপুরী গানে অল্পবয়সী ওই মেয়েটির নাচ হাঁ হয়ে দেখছিল ট্রেনের যাত্রীরা। আর সেই স্বতঃস্ফূর্ত এবং অপ্রত্যাশিত পারফরম্যান্সের জন্য নেটপাড়ার লোকজন নিজেদের অবাক প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। ইন্টারনেট যেন মেয়েটির সাহসী পারফরম্যান্সে মুখরিত।
Peak Jio Moment pic.twitter.com/wK85vmfi3z
— Squint Neon (@TheSquind) October 4, 2023
ভাইরাল ভিডিয়োতে মেয়েটিকে বেগুনি রঙের ছোট্ট একটি পোশাকে নাচতে দেখা গিয়েছে। ভিড়ে ঠাসা ট্রেনে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ডান্স স্টেপগুলি করে দেখিয়েছে মেয়েটি। গত 4 অক্টোবর ভিডিয়োটি X প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। এর মধ্যেই সেই ভিডিয়োর ভিউ 556K ছাপিয়ে গিয়েছে। এই ভিডিয়ো ঘিরে নেটিজ়েনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
একজন লিখলেন, ‘সত্যিই জীবনে বাঁচতে গেলে ঠিক এতটাই আত্মবিশ্বাস দরকার।’ আর একজন যোগ করলেন, ‘আমার সবথেকে মজা লাগল ওই লোকটা আর তাঁর পিছনে বসে থাকা মহিলার অভিব্যক্তি দেখে।’ যদিও কিছু মানুষ লোকাল ট্রেনের ভিতরে মেয়েটির এহেন পারফরম্যান্সে মোটেই খুশি হননি। লিখছেন, ‘এটা এক্কেবারেই নাচের আদর্শ জায়গা নয়। আমি কখনই নাচের বিরোধী নই। তবে অন্যরা যখন কষ্ট করে কোনও ভাবে দাঁড়িয়ে সফর করছেন, তাঁদের অসুবিধা আর বাড়ানো উচিত নয়।’