Optical Illusion: ফুটবল সম্পর্কিত 6 শব্দ লুকিয়ে রয়েছে এই ছবিতে, বাজপাখির নজর থাকলে 6 সেকেন্ডেই খুঁজে পাবেন
Word Game: এই ছবিতে বাচ্চা, তাদের অভিভাবক, গাছপালা, গোলপোস্ট, ফুটবল, কুকুর এই সবকিছুর মাঝেই রয়েছে ছয়টি শব্দ। সেই শব্দগুলো ইংরেজিতেই এমনভাবে রয়েছে, যা আপনার নজর এড়িয়ে গিয়েছে। এখন আপনাকে এই ছবিগুলো থেকেই ওই শব্দগুলি খুঁজে বের করতে হবে।
Find Hidden Words: ছবির ধাঁধা তো অনেক দেখলেন। অনেক সমাধানও করলেন। এবার খেলাটা যদি আরও একটু মজাদার করা যায়, কেমন হয় বলুন তো তাহলে? জমে যাবে, তাই না? আসলে খেলা যেমনই হোক না কেন, তা শেষ পর্যন্ত আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নেবে, আবার আপনার বুদ্ধিমত্তাও পরখ করবে। সেরকমই একটা চমৎকার ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি। এটাকেও একপ্রকারের অপটিক্যাল ইলিউশন বলতে পারেন। কী রয়েছে সেই ছবিতে, আর আপনাকেই বা কী খুঁজে বের করতে হবে, দেখে নেওয়াযাক।
কী রয়েছে এই ছবিতে
এই ছবির থিমটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে একদল বাচ্চা মাঠে ফুটবল খেলছে। কয়েকজন দর্শক তাদের খেলা দেখছেন, যাঁরা ওই বাচ্চাগুলোরই অভিভাবক। কিছু গাছ রয়েছে ওই মাঠটিতে। আবার একটি কুকুরও বাচ্চাদের খেলা উপভোগ করছে। এমনকি, মাঠের পাশের রাস্তা দিয়ে যে কয়েকটি গাড়ি যাচ্ছে, তা-ও ফুটে উঠেছে ছবিতে।
আপনাকে কী খুঁজতে হবে
আসলে এই ছবিতে বাচ্চা, তাদের অভিভাবক, গাছপালা, গোলপোস্ট, ফুটবল, কুকুর এই সবকিছুর মাঝেই রয়েছে ছয়টি শব্দ। সেই শব্দগুলো ইংরেজিতেই এমনভাবে রয়েছে, যা আপনার নজর এড়িয়ে গিয়েছে। এখন আপনাকে এই ছবিগুলো থেকেই ওই শব্দগুলি খুঁজে বের করতে হবে। এখন আপনার পক্ষে যদি এই শব্দগুলি খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়ায়, তাহলে ছোট্ট একটা হিন্ট দিই। এখানে এই ছয়টা শব্দই আসলে ফুটবলের সম্পর্কিত। এবার চেষ্টা করে দেখুন তো, শব্দগুলি খুঁজে বের করতে পারেন কি না।
ফুটবল সম্পর্কিত ছয় শব্দ
আপনার দৃষ্টিশক্তি প্রখর হলে অনায়াসেই ছবি থেকে শব্দগুলি খুঁজে পেয়ে যাবেন। ছবির প্রতিটা কোণ থেকে প্রতিটা প্রান্ত আপনাকে খুঁটিয়ে দেখতে হবে। উদাহরণস্বরূপ, গোলপোস্টটি দেখুন, খেয়াল করুন মেয়ের চুলেও। এখনও যদি আপনি শব্দগুলি খুঁজে না পান, তাহলে নিচের ছবিটা দেখুন। তার নিচে শব্দগুলোও বলে দিলাম আমরা।
1) Net
2) Penalty
3) Goal
4) Ball
5) Kick
6) Pass