Viral Video: রয়্যাল এনফিল্ড চালাচ্ছে 4 বছরের শিশু, ভিডিয়ো দেখে নেটিজ়েনদের চোখ কপালে

4 Year Old Boy Riding Bike: রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এবং ইয়ামাহা RX100-সহ অসংখ্য মোটরসাইকেল চালাতে সে যে কতটা পারদর্শী, তা বিভিন্ন ভিডিয়োতে দেখা গিয়েছে। শুধু বাইকই নয়। সেই সঙ্গেই আবার তাকে একবার দেখা গিয়েছে একটি বিরাট টাটা জেনন পিকআপ ট্রাকও চালাতে। সেই ট্রাক নিয়ন্ত্রণ করতে একরত্তির আশ্চর্যজনক দক্ষতা নেটিজ়েনদের নজর কেড়েছিল।

Viral Video: রয়্যাল এনফিল্ড চালাচ্ছে 4 বছরের শিশু, ভিডিয়ো দেখে নেটিজ়েনদের চোখ কপালে
এ ছেলের বাইক চালানোর প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 5:47 PM

Latest Viral Video: একটা শিশুকে কখনও বাইক চালাতে দেখেছেন? সোশ্যাল মিডিয়া কিন্তু দেখে ফেলেছে। কেরালায় 4 বছরের ছোট্ট একটি শিশু তার অসাধারণ মোটরসাইকেল চালানোর দক্ষতা দেখিয়েছে। তার সুবাদেই ছোট্ট ছেলেটি এখন রাতারাতি ইন্টারনেটের সেনসেশন হয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক্কেবারে বড়দের মতোই Royal Enfield Classic 350 চালাচ্ছে ওই একরত্তি। আর সেই ভিডিয়ো এখন নেটদুনিয়ার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে।

বাচ্চাটি বাইক চালাতে সত্যিই পারদর্শী। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এবং ইয়ামাহা RX100-সহ অসংখ্য মোটরসাইকেল চালাতে সে যে কতটা পারদর্শী, তা বিভিন্ন ভিডিয়োতে দেখা গিয়েছে। শুধু বাইকই নয়। সেই সঙ্গেই আবার তাকে একবার দেখা গিয়েছে একটি বিরাট টাটা জেনন পিকআপ ট্রাকও চালাতে। সেই ট্রাক নিয়ন্ত্রণ করতে একরত্তির আশ্চর্যজনক দক্ষতা নেটিজ়েনদের নজর কেড়েছিল।

ভিডিয়োতে দেখা গেল, রয়্যাল এনফিল্ডে স্টার্ট দিয়ে তাতে ছোট্ট ছেলেটিকে বসিয়ে দিলেন একজন বড় মানুষ। খুব সম্ভবত তিনি শিশুটির অভিভাবক। তিনি বাইকের পিছনটা ধরে রেখে বাচ্চাটিকে সামান্য কিছুটা এগিয়ে দিলেন। তারপরে নিজের হাত ছেড়ে দিলেন। তখন বাচ্চাটাকে দেখা গেল অত্যন্ত পারদর্শিতার সঙ্গে ওই বাইকটা নিয়ে আর কিছুটা এগিয়ে যেতে।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো লাইক করেছেন, কমেন্টও করেছেন অনেকে। শিশুটি কীভাবে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র মতো ভারী বাইক চালাচ্ছে, তা দেখে নেটিজেনরা মুগ্ধ। একজন লিখলেন, ‘সত্যিই একটা বিরল প্রতিভা!’ আর একজন যোগ করলেন, ‘হ্যাটস অফ! অসাধারণ!’

বিভিন্ন সময়ে এই ভাবেই বাইক চালিয়ে নেটপাড়ার লোকজনের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে ছোট্ট ছেলেটি। তার একটি ফ্যানবেসও তৈরি হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যেই। এই ভিডিয়োর ভিউ এর মধ্যেই 3 লাখ ছাপিয়ে গিয়েছে। সেই সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে।