Viral Video: বিষধর বিশাল সাপকে মুখের ভিতরে ঢুকিয়ে নিলেন, ঘুম উড়ল নেটিজ়েনদের
Viral Video Today: এই ভিডিয়োতে যে কাণ্ড দেখা গিয়েছে, তা সচরাচর দেখতে পাই না আমরা। মারাত্মক একটা বিষধর সাপকে হেলা ফেলা করে মুখের মধ্যে ঢুকিয়ে নিলেন বয়স্ক লোকটা। আশ্চর্যজনক বিষয়টি হল, লোকটি যখন সাপের সঙ্গে এরকম দুঃসাহসিক কার্যকলাপ করে চলেছে, সাপটা বিন্দুমাত্রও ছটফট করেনি।
Latest Viral Video: আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় যে কোনও কনটেন্ট মুহূর্তে ভাইরাল হতে পারে। তার থেকেও বড় কথা হল, কোন ভিডিয়ো যে কখন ভাইরাল হতে পারে, তা সত্যিই বোঝা মুশকিল। আবার এমন মানুষজনও এই সোশ্যাল দুনিয়ায় রয়েছেন, যাঁরা ভাইরাল হওয়ার মোহে যা-খুশি তাই করে চলেছেন। সেরকমই একটা ভিডিয়ো দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন নেটিজ়েনরা। বয়স্ক এক ব্যক্তিকে দেখা গিয়েছে, মুখের ভিতরে আস্ত একটা সাপ ঢুকিয়ে নিতে। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
সাপ দেখলে ভয় পায় না, এমন মানুষ সত্যিই খুব কম আছে। সাপ সে বিষধর হোক বা না হোক, আকারে-আয়তনে ছোট হোক বা বড়, প্রাণে ভয় নেই এমন লোক দেখাতে পারবেন না। তবে এই ভিডিয়োতে যে কাণ্ড দেখা গিয়েছে, তা সচরাচর দেখতে পাই না আমরা। মারাত্মক একটা বিষধর সাপকে হেলা ফেলা করে মুখের মধ্যে ঢুকিয়ে নিলেন বয়স্ক লোকটা। আশ্চর্যজনক বিষয়টি হল, লোকটি যখন সাপের সঙ্গে এরকম দুঃসাহসিক কার্যকলাপ করে চলেছে, সাপটা বিন্দুমাত্রও ছটফট করেনি।
View this post on Instagram
ইনস্টাগ্রামে @therealtarzann নামক হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। বহু মানুষ এর মধ্যেই ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রায় লক্ষাধিক লাইক এর মধ্যেই ভিডিয়োতে পড়ে গিয়েছে। নেটপাড়ার লোকজন এই ভিডিয়ো দেখার পরে অবাক হয়ে গিয়েছেন। বেশির ভাগ ব্যবহারকারীই দাবি করেছেন, এই ঘটনা সত্যিই আশ্চর্যজনক।
একজন লিখছেন, “আপনি আমাকে কোটি টাকা দিলেও আমি এরকম চেষ্টা করব না।” দ্বিতীয়জন যোগ করলেন, “এই চুম্বন আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।” অনুনয় বিনয়ের সঙ্গেই একজন লোকটির উদ্দেশ্যে বললেন, “কেন এরকম করছেন? দয়া করে এটা বন্ধ করুন!” চতুর্থজনের বক্তব্য, “আপনি নিজে আনন্দ পেতে পারেন এরকম দুঃসাহসিক কাজে। তবে সাপটা কিন্তু মোটেই তা ভাল ভাবে নিচ্ছে না।”