AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: একই পুকুরে জল খেল একটা চিতা ও হরিণ, কিন্তু আক্রমণ করল না, কেন জানেন?

Deer And Leopard Drinking Water From Same Pond: একই পুকুরে জল খেতে এল একটি হরিণ এবং একটি চিতা। কিন্তু সেই চিতা কখনই হরিণটিকে আক্রমণ করল না, যা দেখে অনেকেই অবাক হয়েছেন।

Viral Video: একই পুকুরে জল খেল একটা চিতা ও হরিণ, কিন্তু আক্রমণ করল না, কেন জানেন?
সেই ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: May 18, 2022 | 11:02 AM
Share

বনের নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। তাতেই বজায় থাকে জঙ্গলের ভারসাম্য। কিন্তু সেই নিয়মে সামান্য ভুলচুক হলেই জঙ্গলের ভারসাম্য নষ্ট হয়। তবে এবার নেটপাড়ায় এমনই এক ভিডিয়ো ভাইরাল (Viral Video) হল, যা দেখে সত্যিই অবাক হতে হয়। একই পুকুরে জল খেতে দেখা গেল একটি চিতা (Leopard) এবং একটি হরিণকে (Deer)। কিন্তু জল ছেড়ে কখনই সেই চিতাকে দেখা গেল না হরিণটিকে ভয় দেখাতে বা আক্রমণ করতে। প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছেন এই ভিডিয়ো দেখে।

আইএফএস অফিসার সুশান্ত নন্দা বরাবরই কিছু আশ্চর্যজনক ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবারও তিনি একটি অসাধারণ ভিডিয়ো পোস্ট করেছেন ট্যুইটারে। বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়ার গল্প শুনেছি আমরা। কিন্তু এবার দেখা গেল, চিতা আর হরিণে এক ঘাটে জল খেয়ে গেল। কিন্তু হিংস্র চিতা কোনও ভাবেই সেই হরিণটিকে আক্রমণ করল না। এই ভিডিয়ো ইন্টারনেট ব্যবহারকারীদের যেমন বিস্মিত করেছে তেমনি চিন্তায় ফেলে দিয়েছে।

সুশান্ত নন্দা এই ভিডিয়ো শেয়ার করে জেমস অ্যান্থনি ফ্রোওডেকে উদ্ধৃত লিখছেন, ” বন্যপ্রাণীরা কখনও খেলাধূলার জন্য শিকার করে না।” এই ভিডিয়ো যেন সত্যিই সেই কথাটা প্রমাণ করে দিল। পেটের খিদে যে কী জিনিস! পেট খালি থাকলে আক্রমণ আর পেট ভর্তি থাকলে সামান্য চোখরাঙানিটুকুও নেই।

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। লাইকও করেছেন অনেকে। বহু বার রিট্যুইটও হয়েছে ভিডিয়োটা।