Viral Video: কাঠফাটা রোদে রাস্তায় জলের তাড়নায় জেরবার চড়ুই, কিন্তু তারপর যা হল…

Thirsty Sparrow Viral Video: একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি ছোট্ট চড়ুই পাখিকে জলের তেষ্টায় রাস্তায় বসে থাকতে দেখা যাচ্ছে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে, ওড়ার ক্ষমতাটুকুও নেই। ঠিক সেই সময় এক ব্য়ক্তি তা দেখতে পায়, আর তাকে বোতলের ঢাকনায় করে জল খাওয়ায়।

Viral Video: কাঠফাটা রোদে রাস্তায় জলের তাড়নায় জেরবার চড়ুই, কিন্তু তারপর যা হল...
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 8:37 AM

Latest Viral Video: ফেব্রুয়ারির মাঝপথ থেকেই বিদায় নিয়েছে শীত, তীব্র গরম পড়তে শুরু করেছে। বেলা বাড়তে না বাড়তেই রাস্তায় বেরনো দায়। আবহাওয়া হঠাৎই এমন বাঁক নিয়েছে যে, ঠান্ডার পর কড়া নাড়তে সময় নেয়নি গরম। চলতে শুরু করেছে ফ্যান, এসি আর কুলার। এই দাবদাহে মানুষেরই হাঁসফাঁস অবস্থা। ভাবুন তো পশুপাখিদের কী হাল! অনেক গৃহস্থই বাড়ির উঠোনে কিংবা বারান্দায় জলের পাত্র রেখে দেন, পশু-পাখিদের জন্য। আর তাতেই তাদের তৃষ্ণা নিবারণ হয়। এমনই একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে, যেখানে একটি ছোট্ট চড়ুই (Sparrow) পাখিকে জলের তেষ্টায় (Suffering From Thirst) রাস্তায় বসে থাকতে দেখা যাচ্ছে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে, ওড়ার ক্ষমতাটুকুও নেই। ঠিক সেই সময় এক ব্য়ক্তি তা দেখতে পায়, আর তাকে বোতলের (Bottle) ঢাকনায় করে জল খাওয়ায়। কয়েক ফোঁটা জল খাওয়াতেই সে যেন প্রাণ ফিরে পেল। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মানবিক ভিডিয়োটি মানুষজনের নজর কেড়েছে। সবাই যদি এমন হত, কত ভালই না হত।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি চড়ুই রাস্তায় তৃষ্ণার্ত অবস্থায় বসে রয়েছে। এক ব্যক্তি জলের বোতলের ঢাকনায় জল নিয়ে চড়ুইয়ের ঠোঁটের কাছে নিয়ে গেলেন। চড়ুইটি তা বুঝতে পেরেই ঠোঁট দু’টি খুলে হা করল। আর তারপর সেই ব্য়ক্তিটি কয়েক ফোঁটা জল তার মুখে ঢেলে দিতেই সে উঠে দাঁড়াল। কিন্তু তাতেও তার তৃষ্ণা মেটেনি। তৃষ্ণায় অস্থির হয়ে থাকা পাখিটি নিজে থেকেই জলে চুমুক দিতে শুরু করে। ভিডিয়োটি থেকে আপনি চোখ সরাতে পারবেন না।

আইএফএস সুশান্ত নন্দা টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। পোস্টটি শেয়ার করে তিনি ক্য়াপশনে লিখেছেন, “ক্ষুদ্রতম দয়ার মূল্য অনেক বেশি। একজন সাইকেল আরোহী একটি তৃষ্ণার্ত চড়ুইকে দেখতে পেয়েছেন এবং তিনি পাখিটির তৃষ্ণা মেটাচ্ছেন। তাপমাত্রা বাড়ছে। দয়া করে পাখিদের জন্য বাড়ির বাইরে একটু জল রাখুন।” এই সুন্দর ভিডিয়োটিতে অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “যত গরম বাড়বে ততই ওদের আরও বেশি কষ্ট হবে, জলের জন্য়।” আরও এক ব্য়ক্তি কমেন্ট করেছেন, “বাড়ির বাইরে আমি সব সময় জলের একটি পাত্র রেখে দিই। আমার পাড়ায় অনেক কুকুর। গরম পড়লে তারা সেই জল খায়।”