Optical Illusion: গুচ্ছের কাঠবেড়ালির ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ইঁদুর, দেখুন তো খুঁজে পান কি না
Optical Illusion Today: ভাল করে ছবিটা একবার দেখুন তো। এখানে রয়েছে অনেক কাঠবেড়ালি। আর তাদের ভিড় থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে একটি ইঁদুর। মন দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই আপনি সেই ইঁদুরটিকে খুঁজে পেয়ে যাবেন।
Latest Optical Illusion: মস্তিষ্কের ব্যায়াম করার জন্য অপটিক্যাল ইলিউশনের চেয়ে ভালো উপায় আর কিছু হতে পারে না। সত্যি কথা বলতে গেলে কী, এর থেকে ভাল খেলা আর কিছু হতে পারে না। আর এই ধরনের খেলায় জটিল ছবিগুলি সমাধান করে মানুষের যুক্তিও ভাল হয়ে যায়। সেই সঙ্গেই আবার আপনার দৃষ্টিশক্তি কতটা তীক্ষ্ণ, তারও একটা ধারণা পাওয়া যায়। সেরকমই একটা অপটিক্যাল ইলিউশন আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছে, যার সমাধান করতে পারলে সত্যিই বুঝতে হবে আপনার দৃষ্টিশক্তি প্রখর। বুঝতে হবে, আপনার বুদ্ধিমত্তারও জবাব নেই।
বুদ্ধি কিন্তু কেবল তীক্ষ্ণ হলেই হয় না। সেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ধরেও রাখতে হয়। আর তার জন্য যা প্রয়োজন, তা হল সেই বুদ্ধিমত্তাকে একপ্রকার নিয়ম করে কাজে লাগানো। একমাত্র তাহলেই একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়েও বুদ্ধিটা এক ইরকম থেকে যাবে। আর আপনার বুদ্ধি যদি কাজে লাগানোর অন্যতম সেরা একটা উপায় হল নিয়মিত অপটিক্যাল ইলিউশনের সমাধান করা।
বুদ্ধি তীক্ষ্ণ ও সক্রিয় রাখার জন্য মানুষ নানা ধরনের মানসিক কার্যকলাপ অবলম্বন করেন। অপটিক্যাল ইলিউশন এই ক্রিয়াকলাপগুলির মধ্যে একটি, যা শিশু থেকে বৃদ্ধ সবাই খেলতে পছন্দ করে। এটি এক ধরনের ছবি বা ধাঁধা, যা বিশেষভাবে মন এবং চোখকে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে তা সমাধান করা খুব মজাদার। আপনি যদি অবসর সময়ে আপনার মস্তিষ্কের ব্যায়াম করার জন্য প্রায়ই কৌশলী ছবির সাহায্য নেন, তাহলে আমরা আপনার জন্য একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি।
ভাল করে ছবিটা একবার দেখুন তো। এখানে রয়েছে অনেক কাঠবেড়ালি। আর তাদের ভিড় থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে একটি ইঁদুর। মন দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই আপনি সেই ইঁদুরটিকে খুঁজে পেয়ে যাবেন। এবার ভাল করে একবার দেখুন তো। এখনও যদি খুঁজে না পান, তাহলে নিচের ছবিটা একবার ভাল করে দেখুন।