Viral Video: PV Sindhu: পদ্মভূষণে ভূষিত হওয়ার আগে ভাইরাল গানে নাচলেন পি ভি সিন্ধু, দেখুন ভিডিয়ো…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 09, 2021 | 12:17 PM

পি ভি সিন্ধু ভারতের কয়েকজন সেলিব্রিটিদের মধ্যে একজন যারা 'লাভ নওয়ান্টিটি' ক্রেজে যোগ দিয়েছেন। নাইজেরিয়ান গায়ক সিকেয়ের গানটি বর্তমানে ইউটিউবের গ্লোবাল চার্টে এক নম্বর গান।

Viral Video: PV Sindhu: পদ্মভূষণে ভূষিত হওয়ার আগে ভাইরাল গানে নাচলেন পি ভি সিন্ধু, দেখুন ভিডিয়ো...

Follow Us

দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করার কিছুক্ষণ আগে, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু সোশ্যাল মিডিয়ায় তার দীপাবলি উদযাপনের একটি দৃশ্য শেয়ার করেছিলেন। ২৬ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা এই রবিবার ইনস্টাগ্রামে CKay-এর ‘লাভ নওয়ান্টিটি’-তে তাঁর নাচের একটি ক্লিপ পোস্ট করেছেন।

ওসেন গ্রিন রঙের কাঞ্জিভরম লেহেঙ্গা পরে পিভি সিন্ধু আন্তর্জাতিক চার্ট-টপিং সিঙ্গেলের জন্য একটি সুন্দর নাচের পরিবেশন করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

নাচের ভিডিয়োটি দীপাবলি পোস্টের সিরিজের অংশ হিসেবে শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করার এক দিনের মধ্যে এটি ১.২ মিলিয়ন ভিউ পেয়েছে। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে পিভি সিন্ধুকে পদ্মভূষণ প্রদান করেছেন।

ভিডিয়োটি দেখুন:


পদ্মভূষণ পুরস্কার পাওয়ার পর পিভি সিন্ধু বলেছিলেন, ‘এটি একটি গর্বের মুহূর্ত। আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য আমি ভারত সরকার, মন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি খুব খুশি, এই ধরনের পুরস্কার আমাদের অনেক উৎসাহ, সমর্থন এবং অনুপ্রেরণা দেয়। আসন্ন ভবিষ্যতে আরও ভাল করার চেষ্টা আমি করব।’

পিভি সিন্ধু ২০১৫ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী এবং ২০১৬ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেল-রত্ন পুরস্কার পেয়েছিলেন। টোকিও অলিম্পিক ২০২০ তে মহিলাদের একক প্রতিযোগিতায় তার ব্রোঞ্জের সঙ্গে তিনি ভারতের প্রথম মহিলা হয়েছিলেন যিনি পর পর দু’বার অলিম্পিকে পদক পেয়েছিলেন।

তিনি ভারতের কয়েকজন সেলিব্রিটিদের মধ্যে একজন যারা ‘লাভ নওয়ান্টিটি’ ক্রেজে যোগ দিয়েছেন। নাইজেরিয়ান গায়ক সিকেয়ের গানটি বর্তমানে ইউটিউবের গ্লোবাল চার্টে এক নম্বর গান। এটি ইউটিউবে ১.১ কোটিরও বেশি ভিউ পেয়েছে এবং লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম রিল আর টিকটক ভিডিয়োগুলিতে ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?

Next Article