Viral Video: এক বাইকে সওয়ার 7 জন, সঙ্গে জোড়া কুকুর আর মুরগি; ভিডিয়ো সামনে আসতেই ভাইরাল
Latest Viral Video: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে। purvanchal51 নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ক্লিপটি শেয়ার করে ব্যবহারকারী অবাক হয়ে লিখেছেন, একটি বাইক, সাত জন, দুটি কুকুর, একটি ছাগল এবং একটি মুরগি।
Viral Video Today: একটি বাইকে কতজন বসতে পারে? এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবে সর্বোচ্চ তিনজন। কিন্তু কখনও কখনও 4জনকেও বসতে দেখা যায়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এমনও কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে বাইকে একসঙ্গে আটজনকে বসে রাস্তায় যেতে দেখা যায়। কিন্তু তাই বলে একটি বাইকে সাতজন, সঙ্গে তাদের লাগেজ, দুটি কুকুর এবং একটি মুরগিসহ একই বাইকে চড়তে দেখা যায়। আর সবাই বেশ আরামেই বসে রয়েছে বাইকে। এবার আপনার মনে হতেই পারে, বাইকটি নিশ্চয়ই অন্যরকম। কিন্তু তা এতেবারেই নয়। একটি সাধারণ বাইকে বসে রয়েছে এতজন। আর দিব্যি বাইক তার নিজের গতিতে এগিয়ে চলেছে। কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োয়?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাইকের একদম সামনে বসে আছে একটি কুকুর। আর তাকে ধরে বসে রয়েছে একটি বাচ্চা। তারপরে পর পর সিটে বেশ কিছুজন বসে আছে। আর একদম শেষে পিছন দিকে মুখ করে একটি বাচ্চা বসে আছে। আর তার সঙ্গে একটি মুরগিকেও কলে নিয়েছে। অর্থাৎ ভাল করে দেখলে বুঝবেন, একজন ব্যক্তি বাইক চালাচ্ছেন। সামনে পেট্রোল ট্যাঙ্কে বসে আছে দুই শিশু। লোকটির পিছনে তার স্ত্রী বসে। তার মুখোমুখি বসে আছে দুটি শিশু। এছাড়া মহিলার কাঁধে একটি শিশু বসে আছে। শুধু তাই নয়, লাগেজের পাশাপাশি দুটি কুকুর, ছাগল ও মুরগিও বাইকে রয়েছে।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে। purvanchal51 নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ক্লিপটি শেয়ার করে ব্যবহারকারী অবাক হয়ে লিখেছেন, একটি বাইক, সাত জন, দুটি কুকুর, একটি ছাগল এবং একটি মুরগি। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়।