Viral Video: হেলমেটের ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে ছোট্ট কোবরা, অল্পের জন্য বাঁচলেন চালক
Cobra Inside Helmet Video: বাইক চালকের নাম সোজন। অন্যান্য দিনের মতোই সে দিনও বাইক নিয়ে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাঁর কথায়, 'মনে হল হেলমেটের ভিতরে কিছু একটা যেন নড়াচড়া করছে। সাপ হতে পারে আন্দাজই করছিলাম।' কিন্তু সেই সাপ যে শেষমেশ একটা কোবরা হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।
Latest Viral Video: অন্য দিনগুলোর মতোই সে দিনও বাইক নিয়ে বেরিয়েছিলেন কেরালার ত্রিশূরের এক ব্যক্তি। কিন্তু হেলমেটটা মাথায় দিয়ে যেই কিছুটা রাস্তা অতিক্রম করলেন, মাথায় যেন কিছু একটা কামড় দিচ্ছিল বলে ভাবছিলেন তিনি। হেলমেটের ভিতর থেকে কী আর কামড় দিতে পারে- একটা পোকা বা বড়জোর একটা পিঁপড়ে। কিন্তু পরে হেলমেটটা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। লক্ষ্য করেন, হেলমেটের ভিতর থেকে একটি ছোট্ট কোবরা উঁকি মারছে।
X প্ল্যাটফর্মে ভিডিয়োটি প্রথমে পোস্ট করা হয়। তারপর তা ছড়িয়ে পড়ে অন্য আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। বাইক চালকের নাম সোজন। অন্যান্য দিনের মতোই সে দিনও বাইক নিয়ে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাঁর কথায়, ‘মনে হল হেলমেটের ভিতরে কিছু একটা যেন নড়াচড়া করছে। সাপ হতে পারে আন্দাজই করছিলাম।’ কিন্তু সেই সাপ যে শেষমেশ একটা কোবরা হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।
ওই হেলমেট মাথায় দিয়েই বাইক চালিয়ে কর্মক্ষেত্রে পৌঁছে গিয়েছিলেন। সেখানে যাওয়া মাত্রই হেলমেটটি খুলে ফেলেন এবং বাইকের পাশে রেখে দেন। রিস্ক না নিয়ে তৎক্ষণাৎ বন দফতরে ফোন করেন। ঘটনাস্থলে হাজির হয়ে যান লিজো নামের এক সাপ উদ্ধারকারী। তারপর থেকেই যা ঘটেছে, ভিডিয়োতে ধরা পড়েছে।
हेलमेट में निकला कोबरा, किस्मत से बची युवक की जान
◆ केरल के त्रिस्सूर की है घटना
◆ पार्किंग में बाइक खड़ी करके काम से गया था युवक #Thrissur #ViralVideo #SnakeInHelmet | Snake in Helmet pic.twitter.com/4rY7VzHWQV
— News24 (@news24tvchannel) October 6, 2023
ভিডিয়োতে দেখা গেল, ওই সাপ উদ্ধারকারী হেলমেটটি মাটিতে রেখে সাপটিকে খুঁজছিলেন। আসলে, সাপটি ওই হেলমেটের ভিতরে আটকে গিয়েছিল। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, সাপ উদ্ধারকারী যখন হেলমেটটি মাটিতে রেখে সাপটিকে খুঁজছিলেন, তখন সেটি যেন কোথাও লুকিয়ে পড়েছিল। ফলে, বাইরে থেকে সাপটিকে দেখাও যাচ্ছিল না। তারপরই সাপটির লেজ দেখা যায়। ধীরে ধীরে টানতে থাকেন ওই সাপ উদ্ধারকারী।
সাপটির লেজ ধরে যখন হেলমেট থেকে বের করা হয়, তখন দেখা যায় সেটি একটি ছোট্ট কোবরা। ওই উদ্ধারকারী জানিয়েছেন, সাপটির বয়স মাত্র 2 মাস বা তারও কম। তাঁর কথায়, “কখনও ছোট কোবরার কামড়ও বড়র থেকে বিপজ্জনক হতে পারে।”