আমাদের যখন খুব স্ট্রেস হয়, সেই বাড়তি স্ট্রেস কাটানোর জন্য আমরা নানা ধরনের জন্তু জানয়ারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি। এদের মধ্যে অশিকাংশ ভিডিয়োই কুকুর, বিড়াল সংক্রান্ত হয়। এগুলো দেখতে যেমন মজার তেমনই অদ্ভুতভাবেই বেশ কিছুটা স্ট্রেস কমিয়েও দিতে পারে। আর সেই কারণেই এই ধরনের ভিডিয়োগুলোর চাহিদা এত বেশি। এখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই এই ধরনের ভিডিয়ো চোখে পড়বেই। যার অধিকাংশই রীতিমতো ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের ভিডিয়োগুলির মধ্যে সম্প্রতি একটি ভিডিয়োতে ছোট্ট একটা পাগ আর একজন মানুষের ড্যান্স ব্যাটলের ছবি উঠে এসেছে। ভিডিয়োটি দারুণ সুন্দর। এটি Buitengebieden নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। এখনও পর্যন্ত এতে ২,২৪,০০০-এর বেশি ভিউ হয়েছে।
ভিডিয়োটি দেখুন:
Dance battle with a puppy.. pic.twitter.com/i73mqEp9lb
— Buitengebieden (@buitengebieden_) November 10, 2021
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একজন লোক তার কুকুরছানাটিকে একটি নাচের স্টেপ দেখায়। পরে সে কুকুরটিকে ঐ স্টেপ করার জন্য নির্দেশ করে। তার লোমশ বন্ধু সে যা করেছিল তা অনুকরণ করে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল, ‘কুকুর ছানার সঙ্গে ড্যান্স ব্যাটল।’
এই ভিডিয়োর প্রেমে পড়েছেন নেটিজেনরা। যদিও, এমন কিছু ইউজার ছিলেন যারা কুকুরছানাটির সুরক্ষা সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন। কারণ লোকটি এর খুব কাছে ঝাঁপিয়ে নাচ করছিলেন। তাই অনেকের মনে হয়েছিল ব্যাপারটা বিপজ্জনক হতে পারতো। কারণ, সেক্ষেত্রে মানুষটির একটি ভুল পদক্ষেপে কুকুর ছানাটির গুরুতর চোট লাগতে পারতো।
আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?