Optical Illusion: মহিলার দুটো ছবিই এক মনে হচ্ছে? বেশ কিছু ফারাক কিন্তু রয়েছে, চটপট খুঁজে বের করতে পারবেন?
Optical Illusion Today: কী মনে হচ্ছে, দুটো ছবিই এক? কিন্তু কয়েকটি পার্থক্যও রয়েছে এই দুটো ছবিতে। একটু খুঁটিয়ে লক্ষ্য করলেই সেগুলি চিহ্নিত করা সহজ। 5 সেকেন্ডের মধ্যে ধরতে পারবেন মহিলার দুটি ছবিতে কি ফারাক রয়েছে?
Latest Optical Illusion: এই ইন্টারনেটে কন্টেন্টের বিপুল সম্ভার। তার সবকিছুই আমাদের নজর কেড়ে নেয়। কখনও কোনও ভাইরাল ভিডিয়ো, টুইটারের কথোপকথন থেকে আলাপ-আলোচনা, এই সোশ্যাল মিডিয়ায় কোনও কিছুই ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগে না। তবে, হালফিলে বিভিন্ন ধরনের ধাঁধা নেটিজ়েনদের টাইম পাসের সবথেকে ভাল বিষয়বস্তু হয়ে উঠেছে। সংবাদপত্র থেকে ধাঁধা সমাধান করার দিন এখন আর নেই। মোবাইলের ইন্টারনেটটা অন করলেই এখন কুইজ় থেকে শুরু করে ব্রেইন টিজ়ার, অপটিক্যাল ইলিউশনের মতো ছবির ধাঁধার ছড়াছড়ি। সংবাদমাধ্যম News 18 সম্প্রতি একটি নতুন ছবির ধাঁধা প্রকাশ করেছে। সেই ছবিতে এক ভারতীয় নারীকে তুলে ধরা হয়েছে। একই রকম ভাবে সেজে মহিলার একটি টু-উইন্ডো ছবি রয়েছে। দুটো ছবিই হুবহু এক। কিন্তু বেশ কিছু তফাত রয়েছে। আপনাকে সেটাই 5 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করবেন?
নীচে আর একবার ভাল করে ছবিটা দেখুন। কী মনে হচ্ছে, দুটো ছবিই এক? সত্যিই এই দুটো ছবি এমন ভাবেই তোলা হয়েছে যে, সেখান থেকে ফারাকটা খুঁজে বের করা খুবই কঠিন। তবে চিন্তার কোনও কারণ নেই। কয়েকটিই মাত্র পার্থক্য রয়েছে এই দুটো ছবিতে। একটু খুঁটিয়ে লক্ষ্য করলেই সেগুলি চিহ্নিত করা সহজ। এই ছবি কিন্তু আপনার পর্যবেক্ষণ দক্ষতা যাচাই করার জন্য এক দুর্দান্ত উপায়। তাই, দেরি না করে মন দিতে দুটো ছবি দেখুন।
কোনও পার্থক্য ধরা পড়ল কী? 5 সেকেন্ড কিন্তু হয়ে গিয়েছে। তাহলে আসুন একটা জরুরি ক্লু দিই আপনাদের। দুটো ছবিতেই আপনি যে ফারাক দেখতে পাবেন, তা মূলত মহিলার পোশাক এবং গয়নায়। এবার বলুন তো দেখি, কী পার্থক্য রয়েছে?
কী ফারাক রয়েছে দুটো ছবির মধ্যে?
মহিলার শাড়ির রং – বাঁ-দিকের ছবিটিতে মহিলাকে একটি পাতলা সোনালি পাড়ের নীল শাড়ি পরতে দেখা গিয়েছে। ডান দিকের ছবিতে তিনি একটি গোলাপি বর্ডারের সবুজ শাড়ি পরে রয়েছেন।
মহিলার হাতে আঙটি – বাঁ-দিকের ছবিতে মহিলার হাতে একটি আঙটি রয়েছে। কিন্তু ডান দিকে ছবিতে মহিলার হাতে কোনও আঙটি নেই।
এবার মিলিয়ে নিন, আপনি যা ধরেছিলেন তা শেষ পর্যন্ত ঠিক হল কি না।