Optical Illusion: সাদা-সাদা, কালা-কালা! সব ডট সাদা তো? টানা 10 সেকেন্ড তাকানোর পরে বলুন তো…
Optical Illusion Today: Vega Star নামক একটি টুইটার প্রোফাইল থেকে সেই ছবিটি শেয়ার করা হয়েছে। ছবিতে গুচ্ছের সাদা বিন্দু রয়েছে। আপনার কাজ হল সেখান থেকেই একটা কালো বিন্দু খুঁজে বের করা, যা আদতে দৃশ্যমান নয়।
Latest Optical Illusion: বাস্তবতা আর ছদ্ম-বাস্তবতার মাঝে যে সংযোগটা রয়েছে, তা একটা ছবির মাধ্যমে দেখাতে পারবেন? সোশ্যাল মিডিয়ায় কিন্তু রোজই সেই ছবি দেখছেন। একটা বা দুটো নয়, অগুনতি দেখছেন। ধরতে পারলেন না তো? সেরকম একটা ছবি হল অপটিক্যাল ইলিউশন। ছবির ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন এমনই একটা বিষয় যা কঠোর বাস্তবকেও প্রশ্ন ছুড়ে দিতে পারে। অলঙ্করণ, ক্যাপচার করা ছবি এবং ভিডিয়ো মিলিয়ে এ বাজারে হরেক কিসিমের অপটিক্যাল ইলিউশন রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এবার সেরকমই একটা ছবি ভাইরাল হয়েছে, যা পুরোদস্তুর একটা অপটিক্যাল ইলিউশন। Vega Star নামক একটি টুইটার প্রোফাইল থেকে সেই ছবিটি শেয়ার করা হয়েছে। ছবিতে গুচ্ছের সাদা বিন্দু রয়েছে। আপনার কাজ হল সেখান থেকেই একটা কালো বিন্দু খুঁজে বের করা, যা আদতে দৃশ্যমান নয়।
টুইটারে Vega Star পেজটি থেকে লেখা হয়েছে, “আমাদের পৃথিবীতে কিছুই আসলে মনে হয় না… সবই চোখের চূড়ান্ত মায়া।” ছবিতে কালো রঙের একটি ব্যাকগ্রাউন্ড দেখা গিয়েছে। তার উপরে রয়েছে অজস্র স্ট্রাইপ। সেখান থেকেই আপনাকে একটা ডট খুঁজে বের করতে হবে। না, সেই ডট সাদা নয়, কালো। আশ্চর্যজনক বিষয়টি হল, আপনি যদি ছবিটার দিকে তাকান, তাহলে সর্বত্রই আপনার কালো ডট নজরে আসবে। আদতে ছবির এই ডটগুলি সব সাদা রঙের। কিন্তু ছবিটির দিকে আপনি যদি কিছুক্ষণ টানা তাকিয়ে থাকেন, তাহলে সবক’টা ডটই আপনার কালো রঙের মনে হবে।
In our world nothing is as it seems… the ultimate eye illusion. ?? pic.twitter.com/SSH6ad0vq5
— vegastar (@vegastarr) June 5, 2023
গত মঙ্গলবারেই এই ছবি টুইটারে শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ছবিটি ভয়ানক ভাইরাল হয়েছে। 36 হাজারেরও বেশি বার ভিউ হয়েছে ছবিটির। প্রচুর মানুষ ছবিটি লাইক করেছেন, শেয়ারও করেছেন অনেকে। কমেন্ট সেকশন টইটম্বুর মানুষজনের অবাক-অবাক সব মন্তব্যে।
একজন লিখছেন, “এটা সত্যিই অবাক করার মতো ব্যাপার যে, আমি প্রত্যেকটা বিন্দুকেই কালো করে দিতে পারি।” দ্বিতীয় এক ব্যক্তি জুড়লেন, “এটা কেমন যেন ঘুরেই চলেছে, সঙ্গে আমার মাথাটাও ঘুরে চলেছে।” তৃতীয় জনের বক্তব্য, “খুবই আকর্ষণীয় একটা ছবি।”