AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Viral: ফ্রুট কেক খেতে পছন্দ করলে এই ভিডিয়ো থেকে দূরে থাকুন, ফ্যাক্টরির অন্দরের ফুটেজ ভাইরাল

Latest Viral Video: এমন অস্বাস্থ্যকর পদ্ধতিতে কেক বানানোর এই ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে। এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটি লাইক আর শেয়ার করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়।

Viral Viral: ফ্রুট কেক খেতে পছন্দ করলে এই ভিডিয়ো থেকে দূরে থাকুন, ফ্যাক্টরির অন্দরের ফুটেজ ভাইরাল
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 4:15 PM
Share

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই জনপ্রিয় খাবারগুলি কারখানায় কীভাবে তৈরি করা হয়, তার বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হয়। কখনও আইসক্রিম, কখনও সবুজ মটোর, আবার কখনও ফুচকা। কিন্তু এবার ভাইরাল হল ফ্রুট কেকের ভিডিয়ো। আর সেই রেসিপি দেখতে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। তাই যদি আপনি ফ্রুট কেক খেতে পছন্দ করেন, তাহলে এই ভিডিয়োটি একবার দেখে নিন। প্যাকেট কেটে বের করে যে কেকটি টপাস করে মুখে পুরে দেন, সেটি আসলে তৈকি করা হয় কীভাবে। ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রথমে কেক বানানোর জন্য ব্যাটার তৈরি করা হচ্ছে। তারপরে এক ব্যক্তি তার পুরো হাতটা ডুবিয়ে দিয়ে তা ভাল করে মিশিয়ে নিচ্ছে। এরপরে হাতে যত টুকু ব্যাটার লেগে ছিল, তাও দিয়ে দিল বালতিতে। তারপরে একটি বালতি নিয়ে তাতে অনেক ডিম ফাটিয়ে সেগুলোকে হাত দিয়ে মিশিয়ে সেই ব্যাটারে দিয়ে দেওয়া হল। এবার কেক সেট করার কিছু পাত্র নিয়ে সেই ব্যাটার ঢেলে দিতেই কিছুক্ষণ পরে তা কেকে পরিণত হয়ে গেল। আর কেক তৈরির এমন পদ্ধতি দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন।

View this post on Instagram

A post shared by Rajat Upadhyay (@foodbowlss)

এমন অস্বাস্থ্যকর পদ্ধতিতে কেক বানানোর এই ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে। এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটি লাইক আর শেয়ার করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এভাবে হাতটা পুরোটা কেন ডুবিয়ে দিয়েছে এই ব্যক্তি?” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “এটা দেখেই আমার কেক খাওয়ার ইচ্ছে চলে গেল।”