Viral Video: সারপ্রাইজ় দিতে সব ঠিক করে রেখেছিলেন স্ত্রী, স্বামী দরজা খুলতেই হতবাক!
Viral Video Today: স্বামী বাড়ি ফিরবেন অফিসের দশটা-পাঁচটার ঝক্কির ডিউটি শেষ করে। স্ত্রী তাঁকে দিলেন এক অসামান্য সারপ্রাইজ়। ব্যক্তি দরজা খুলেই দেখলেন, তাঁর স্ত্রী সেজেগুজে নাচছেন। আর তা দেখে বেজায় খুশি হয়ে তিনিও নাচতে শুরু করে দিলেন।
Latest Viral Video: ইনস্টাগ্রামটা একবার খুললে চোখের সামনে অজস্র সহস্র রিলস ভিডিয়ো নজরে আসে। তার মধ্যে কিছু ভিডিয়ো আমাদের মন জিতে নেয়। কিছু আবার আমাদের অনুপ্রাণিত করে। এমন কিছুও ভিডিয়ো থাকে, যেগুলি দেখার পরে ঠোঁটের কোণা যেন হাসিতে আরও স্ফীত হয়ে ওঠে। সেরকমই একটা ভিডিয়ো আপনার মন ভাল করে দেবে। স্বামী বাড়ি ফিরবেন অফিসের দশটা-পাঁচটার ঝক্কির ডিউটি শেষ করে। স্ত্রী তাঁকে দিলেন এক অসামান্য সারপ্রাইজ়। ব্যক্তি দরজা খুলেই দেখলেন, তাঁর স্ত্রী সেজেগুজে নাচছেন। আর তা দেখে বেজায় খুশি হয়ে তিনিও নাচতে শুরু করে দিলেন।
Dimple Laud Kulkarni নামের এক ইনস্টা ব্যবহারকারী এই ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি বিভিন্ন সময় একাধিক রিলস পোস্ট করেন, সেগুলি ভাইরালও হয় খুব। ভিডিয়োতে দেখা গেল, মহিলা অপেক্ষা করে রয়েছেন তাঁর স্বামী কখন আসবেন। সবকিছুই ঠিক করে রেখেছিলেন তিনি। গান বাজছিল, সেজেগুজে এক্কেবারে তৈরি ছিলেন। এমন সময়ই দরজা খুলে মহিলার স্বামী ঢুকতেই হতবাক। এমন ভাবেই দুজনে নাচতে দেখলেন, সুখী দাম্পত্য জীবন কাকে বলে, তার প্রমাণ মিলবে ভিডিয়োতে।
View this post on Instagram
ভিডিয়োটি শেয়ার করে মহিলা তার ক্যাপশনে লিখছেন, “যখন রিল তৈরি করতে স্বামীকে সন্দেহাতীত ভাবে টেনে আনেন তিনি। শেষ পর্যন্ত যা হল এই ফিল্টার দিয়ে… হতবাক হয়েই স্বামী যোগ দিলেন। তিনি সবসময়ই এমন আশ্চর্যজনক পরিস্থিতির সম্মুখীন হতে ভালবাসেন।” হাজার হাজার মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে।
ভিডিয়োটি দেখার পর একজন লিখছেন, “এটা দেখে আমার খুবই ভাল লাগল। একটা দাম্পত্য জীবন যে কতটা মজাদার করে রাখা যেতে পারে, তার প্রমাণ এই ভিডিয়ো।” আর একজন লিখেছেন, “আপনাদের দুজনের এই সুন্দর ভাবে নাচ আমার মন জিতে নিয়েছে।”