AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিকে-র প্রতিনিধির অনুরোধেও গলল না মন, তৃণমূলে থাকতে নারাজ আশিস দত্ত

দলে যোগ্য সম্মান না পাওয়ায় এবার দলত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলেন আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত। তবে তৃণমূল ছেড়ে কোন দলে যাবেন, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি তিনি।

পিকে-র প্রতিনিধির অনুরোধেও গলল না মন, তৃণমূলে থাকতে নারাজ আশিস দত্ত
ফাইল চিত্র।
| Updated on: Nov 30, 2020 | 1:08 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন লেগেই রয়েছে। একের পর এক কর্মী ছাড়ছেন দল। তালিকায় নতুন নাম হতে পারে আলিপুরদুয়ার (Alipurduar) পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত (Ashish Dutta)। তিনি জানিয়েছেন, দলের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না তিনি। আশিসবাবুর মন গলাতে প্রশান্ত কিশোরের “আই-প্যাক”(I-PAC)-র দুই প্রতিনিধি এসে কথাও বলেন, কিন্তু বরফ গলেনি।

গত সপ্তাহেই আশিস দত্ত বলেন,”আলিপুরদুয়ারের জেলা কমিটিতে যারা দায়িত্বে রয়েছেন, তাদের কারোর স্বচ্ছ ভাবমূর্তি নেই। আমাকে দীর্ঘদিন ধরে অপদস্থ করা হচ্ছে। আমার সঙ্গে পিকে-র দলের যারা দেখা করতে এসেছিল, তাঁদের সমস্ত বিষয়টিই জানিয়েছি।” আজ জেলা কমিটির বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাবেন না বলেই জানিয়েছেন।

সম্প্রতি আলিপুরদুয়ার জেলা কমিটিতে ভাইস প্রেসিডেন্টের পদ দেওয়া হয়েছে আশিস দত্তকে। কিন্তু এতেও অখুশি তিনি। এ প্রসঙ্গে জানান, ৩০ জন ভাইস প্রেসিডেন্ট, এর মধ্যে তার নাম রেখে কার্যত অপমানই করা হয়েছে তাঁকে।

তৃণমূল ছেড়ে কোন দলে যাবেন আশিস, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। একপক্ষের মত, শুভেন্দুর পথ অনুসরণ করবেন তিনি। অন্য এক পক্ষের দাবি, নেতৃত্বের উপর গোঁসা করেই দল ছথাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরসঙ্গে অন্য দলে যাওয়ার কোনও যোগ নেই। আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি মৃদুল গোস্বামী বলেন,”আমি জেলার বাইরে রয়েছি, তাই আশিসবাবুর বক্তব্য সম্পর্কে জানি না। আমি জেলায় ফিরে ওনার সঙ্গে কথা বলব।”

আরও পড়ুন: “আমরা দাদার অনুগামী” পোস্টারে মুখ ঢেকেছে জয়নগর