“আমরা দাদার অনুগামী” পোস্টারে মুখ ঢেকেছে জয়নগর

জয়নগরের মজিলপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে "আমরা দাদার অনুগামী" লেখা পোস্টার পড়েছে রাতারাতি। তবে এই পোস্টার কে লাগিয়েছে, সেই বিষয়ে মুখ খোলেনি কোনও দলই।

আমরা দাদার অনুগামী পোস্টারে মুখ ঢেকেছে জয়নগর
ছবি সংগৃহীত।
Follow Us:
| Updated on: Nov 30, 2020 | 12:18 PM

TV9 বাংলা ডিজিটাল: মন্ত্রীত্ব ছাড়ার পরই শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ছে একাধিক জায়গায়। দক্ষিণ ২৪ পরগণার জয়নগরেও এবার দেখা গেল “আমরা দাদার অনুগামী” লেখা পোস্টার।

মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পরই জয়নগরের মজিলপুর পৌরসভার একাধিক ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শুভেন্দুর সমর্থনে পোস্টার দেখা যায়। তবে এই পোস্টার কারা লাগিয়েছে, সেই বিষয়ে কিছুই জানা নেই, এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। স্থানীয় এক নেতা বলেন, “কারা পোস্টার লাগিয়েছে জানি না, তবে দাদার অনুগামী বলে কিছু হয় না। আমরা সবাই তৃণমূলের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী।”

স্থানীয় কংগ্রেস নেতারা জানান, তৃণমূলের অপশাসনে অতিষ্ট সাধারণ মানুষ। দলের কর্মীরাও তাই সরব হয়েছে। অন্যদিকে স্থানীয় বিজেপির দাবি, এখন শুধু সময়ের অপেক্ষা। যে কোনও দিন বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু।

আরও পড়ুন: বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার পাঁচ লাখ টাকার বিদেশি পাখি