Alipurduar: গাড়িতে ধরানো হল আগুন, দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

Alipurduar: মোটর ভেহিক্যালের গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল।  মোটর ভেহিক্যাল গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটিতে ধাক্কা মারে। বাইক থাকা ব্যাক্তিটি ছিটকে রাস্তায় গিয়ে পড়েন।

Alipurduar: গাড়িতে ধরানো হল আগুন, দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি
গাড়িতে আগুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 8:27 PM

আলিপুরদুয়ার: পথ দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যুর ঘিরে রণক্ষেত্র আলিপুরদুয়ারের পানিয়ালগুড়ি। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল বাহিনী।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় সড়কে পানিয়ালগুড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। জানা যাচ্ছে, বাইক আরোহী নির্দিষ্ট লেন দিয়েই যাচ্ছিলেন। তাঁর গতিও স্বাভাবিক ছিল। কিন্তু উল্টোদিক থেকে আসছিল মোটর ভেহিক্যাল দফতরের একটি গাড়ি।

অভিযোগ, মোটর ভেহিক্যালের গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল।  মোটর ভেহিক্যাল গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটিতে ধাক্কা মারে। বাইক থাকা ব্যাক্তিটি ছিটকে রাস্তায় গিয়ে পড়েন। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় ঘাতক গাড়িতে থাকা ব্যক্তিরা। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান।  যদিও স্থানীয় বাসিন্দারা জানান ওই ঘাতক গাড়িটিতে দুজন ছিলেন।

আলিপুরদুয়ার এসডিপিও শ্রীনিবাস এমপি জানান, পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে গাড়িতে কে ছিলেন। এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা, সেটা দেখা হচ্ছে।