Murder Case: বাঁকুড়ায় যুবকের গলার নলি কেটে খুনের ঘটনায় গ্রেফতার যুবক
Bankura: বাঁকুড়ার অভিজাত এলাকা হিসাবে পরিচিত প্রতাপবাগান এলাকা। অভিযোগ, সেখানেই প্রকাশ্য রাস্তায় শেখ আমন নামের এক বাইক আরোহীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ক্ষুরের সাহায্যে গলার নলি কেটে দেওয়ার অভিযোগ ওঠে।
বাঁকুড়া: ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গলার নলি কেটে যুবক খুন। ঘটনায় গ্রেফতার এক যুবক। ধৃতের নাম চন্দ্রশেখর সিংহ। রবিবার রাত্রিবেলা বাঁকুড়া শহর লাগোয়া শ্যামদাসপুর গ্রামের বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ত্রিকোণ প্রেমের জেরেই যুবক খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বাঁকুড়ার অভিজাত এলাকা হিসাবে পরিচিত প্রতাপবাগান এলাকা। অভিযোগ, সেখানেই প্রকাশ্য রাস্তায় শেখ আমন নামের এক বাইক আরোহীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ক্ষুরের সাহায্যে গলার নলি কেটে দেওয়ার অভিযোগ ওঠে। পরে যুবকের মৃত্যু নিশ্চিত করতে আততায়ী ঘটনাস্থলে ফিরে আসে। এরপর ফের বাইকে চড়ে আততায়ী পালিয়ে যায় সে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত শেখ আমনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরই তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে ও মৃত আমনের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত্রিবেলাই শ্যামদাসপুর থেকে চন্দ্রশেখর সিংহ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। ধৃতের আইনজীবী জানিয়েছেন, অভিযুক্ত নির্দোষ। আদালতে জামিনের আবেদন জানানো হবে।