Bridge Collapsed: মেরামতির এক বছরের মাথায় গন্ধেশ্বরীর জলের তোড়ে ভাঙল সেতু, ‘দুর্নীতির খেসারত দিচ্ছে মানুষ’, সুর চড়াচ্ছে বিজেপি

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Aug 03, 2024 | 3:26 PM

Bridge Collapsed: সংস্কারের বছর ঘুরতে না ঘুরতেই ফের গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভাঙল সেতুর একাংশ, ভাসল সংযোগকারী রাস্তা, সংস্কারের মান নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি। চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলে।

Bridge Collapsed: মেরামতির এক বছরের মাথায় গন্ধেশ্বরীর জলের তোড়ে ভাঙল সেতু, ‘দুর্নীতির খেসারত দিচ্ছে মানুষ’, সুর চড়াচ্ছে বিজেপি
এলাকায় বাড়ছে উদ্বেগ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বাঁকুড়া: বছর দুয়েক আগে বন্যার জলে ভেঙে গিয়েছিল সেতুর একাংশ। ভেসে গিয়েছিল সেতুর সংযোগকারী রাস্তা। গত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই সেতু ও সংযোগকারী রাস্তা মেরামতও করা হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ঘূর্ণাবর্তের ভারী বৃষ্টিতে ভেসে গেল সেতুর ওই অংশ ও সংযোগকারী রাস্তা। স্বাভাবিকভাবেই সংস্কারের কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের গন্ধেশ্বরী নদী তীরবর্তি এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ। 

বাঁকুড়ার অন্যতম বর্ধিঞ্চু গ্রাম মানকানালি। বাঁকুড়া থেকে এই মানকানালি যেতে হলে একমাত্র মাধ্যম মানকানালি গ্রাম লাগোয়া  গন্ধেশ্বরী নদীর সেতু। তাছাড়াও ওই সেতু দিয়ে চলাচল করেন করনজোড়া,  মগরা, সোনার এক সহ বহু গ্রাম। বছর দুয়েক আগে  বর্ষায় গন্ধেশ্বরী নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেতুর উপর দিয়ে বেগে বইতে শুরু করে জল। সেতুতে বাধা পেয়ে জল সংযোগকারী রাস্তা ভাসিয়ে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় সেতুও। বছর খানেক আগে সেতুটি মেতামতির জন্য বাঁকুড়া জেলা পরিষদ প্রায় সাড়ে সাতান্ন লক্ষ টাকা বরাদ্দ করে। বরাদ্দকৃত সেই টাকায় সেতুর ক্ষতিগ্রস্থ অংশ মেরামতির পাশাপাশি সংযোগকারী রাস্তাটিও সংস্কার করা হয়। কিন্তু ফের বিপত্তি। 

গত বুধবার থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় গতকাল গন্ধেশ্বরী নদী ফুলেফেঁপে ওঠে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় গতকাল দিনভর সেতুর উপর দিয়ে তীব্র বেগে বয়ে যায় জল। এদিন দেখা যায় মানকানালি সেতুর সংস্কার করা অংশ ফের ভাসিয়ে নিয়ে গিয়েছে নদীর জল। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই রাস্তায়। দুর্ভোগে পড়েন নদীর অপর পাড়ে থাকা আট থেকে দশটি গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, অতি নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে সেতু মেরামতির ফলেই এমন বিপত্তি ঘটেছে। এদিন খবর পেয়ে সেতু পরিদর্শনে যান প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। সেতুর এই হালের জন্য তাঁরা কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকারকে। তাঁদের স্পষ্ট অভিযোগ, সংস্কারের কাজে ব্যাপক দুর্নীতি হওয়ার ফল এখন সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্তর দাবি, সংস্কারের এক বছরের মধ্যে সেতুর ওই অংশ কেন বেহাল হয়ে পড়ল তার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোটের উপর ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর শোরগোল।

Next Article