TMC MP Arup Chakrobarty: ‘ঢাকিদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে’, হুঙ্কার TMC সাংসদের
Arup Chakrobarty: অরুপ চক্রবর্তী ডেপুটেশনের সভামঞ্চ থেকে কার্যত বিজেপি শাসিত রাজ্যগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এই পুজোর সময় এ রাজ্য থেকে দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, বিহার সহ বিভিন্ন রাজ্যে ঢাক বাজাতে যান। সেই ঢাকিদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে। আমরা সংসদ অচল করে দেব।"

বাঁকুড়া: পুজোর সময় এ রাজ্যের ঢাকিরা ঢাক বাজাতে বিভিন্ন রাজ্যে এমনকী বিদেশেও যান। সেই ঢাকিদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে। সংসদ অচল করে দেওয়া হবে। ঠিক এই ভাষাতেই এবার চরম হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
ভিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের উপর নির্যাতনের ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই সরব রাজ্যের শাসক দলের তৃণমূল। এবার পুজোর মুখেও সেই ইস্যুকে আরও একটু অক্সিজেন দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী। ‘ডোম কালচারাল বোর্ড’ গঠনের দাবিতে আজ বাঁকুড়ার জেলা শাসক দফতরে ডেপুটেশনের ডাক দেয় ডোম সমাজ। সেই ডেপুটেশনে আজ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকহাজার ঢাকি ঢাক বাজিয়ে জেলা শাসকের দফতরের সামনে হাজির হন। সেখানেই ডোম সমাজের ডেপুটেশনে হাজির হয়ে কার্যত হুঙ্কার দেন বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী।
অরুপ চক্রবর্তী ডেপুটেশনের সভামঞ্চ থেকে কার্যত বিজেপি শাসিত রাজ্যগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই পুজোর সময় এ রাজ্য থেকে দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, বিহার সহ বিভিন্ন রাজ্যে ঢাক বাজাতে যান। সেই ঢাকিদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে। আমরা সংসদ অচল করে দেব।”
বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতির দাবি, তৃণমূল এ রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে সবকিছু স্তব্ধই করে দিয়েছেন। এখন নির্বাচনের আগে গিমিক তৈরি করে ডোম সমাজের মানুষকে কাছে টানতেই এমন মন্তব্য করছেন।
