Niladri Shekhar Dana: দৌড়ে গিয়ে হঠাৎ ডিগবাজি, খেলার মাঠে বিধায়কের কাণ্ড দেখুন
Bankura: বাঁকুড়া শহর লাগোয়া নবজীবনপুর ফুটবল ময়দানে দিন দুয়েক আগে অনুষ্ঠিত হয় সেই নরেন্দ্র কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা। সেই খেলায় বাঁকুড়া বিধানসভা জয়লাভ করায় আনন্দে মাঠের মধ্যেই 'ডিগবাজি' খেলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। নিজের ওয়ালে করায় নিমেষে ভাইরাল হয় সেই ভিডিয়ো।

বিভিন্ন জেলা জুড়ে বঙ্গ বিজেপির তরফ থেকে আয়োজন করা হয়েছিল নরেন্দ্র কাপের। বাঁকুড়া জেলার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বাঁকুড়া শহর লাগোয়া নবজীবনপুর ফুটবল ময়দানে দিন দুয়েক আগে অনুষ্ঠিত হয় সেই নরেন্দ্র কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা। সেই খেলায় বাঁকুড়া বিধানসভা জয়লাভ করায় আনন্দে মাঠের মধ্যেই ‘ডিগবাজি’ খেলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। নিজের ওয়ালে করায় নিমেষে ভাইরাল হয় সেই ভিডিয়ো।
ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ময়দানে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, “ভোট আসছে, তাই বিধায়ক ডিগবাজি খাচ্ছেন। বিগত পাঁচ বছর ধরে তো বিধায়ককে মানুষের কাজে দেখা যায়নি।”
এই বিষয়ে বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, “ছোট থেকে তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত, তাই এসব আমার কাছে নতুন কিছু নয়।” তবে তৃণমূল কংগ্রেসের কোনও কথাকে আমল দিতে নারাজ তিনি।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। গত একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভার আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবার কি তার পুনরাবৃত্তি হবে? সেদিকেই তাকিয়ে দল।
