AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lakshmir Bhandar: ‘মাসে ঘরে ঢুকছে ৩০-৪০ হাজার টাকা’, লক্ষ্মীর ভান্ডারেই কীভাবে মালামাল হচ্ছেন ওঁরা?

Bankura BJP MLA: বিকালে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামনিয়া হাটতলা ময়দানে পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এই সভায় বক্তব্য রাখতে উঠে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, "মাসে মাসে বাড়ির মহিলারা যে এক হাজার টাকা হাতে পাচ্ছেন তা লক্ষ্মীর ভান্ডার নয়, তা আসলে মুসলমান ভান্ডার।"

Lakshmir Bhandar: 'মাসে ঘরে ঢুকছে ৩০-৪০ হাজার টাকা', লক্ষ্মীর ভান্ডারেই কীভাবে মালামাল হচ্ছেন ওঁরা?
লক্ষ্মীর ভান্ডারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 07, 2026 | 11:25 AM
Share

 বাঁকুড়া:  প্রকাশ্য মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডারকে মুসলমানের ভান্ডার বলে কটাক্ষ বিজেপি বিধায়কের। রাজ্যের লক্ষ্মীর ভান্ডারকে এবার প্রকাশ্য মঞ্চ থেকে মুসলমান ভান্ডার বলে কটাক্ষ করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর যুক্তি, এই সরকারি প্রকল্প যে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় তাতে তা সবদিক থেকেই মুসলমান ভান্ডার। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা বাংলার নারী শক্তি আগামী নির্বাচনে বিজেপিকে রাজ্য ছাড়া করবে বুঝতে পেরেই বিজেপি নেতারা এমন মন্তব্য করছেন।

বিকালে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামনিয়া হাটতলা ময়দানে পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এই সভায় বক্তব্য রাখতে উঠে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, “মাসে মাসে বাড়ির মহিলারা যে এক হাজার টাকা হাতে পাচ্ছেন তা লক্ষ্মীর ভান্ডার নয়, তা আসলে মুসলমান ভান্ডার।”

কেন এমন মন্তব্য তার পিছনে যুক্তিও সাজিয়েছেন অমরনাথ শাখা। তিনি বলেন, “অধিকাংশ হিন্দু পরিবারে এক জন করে মহিলা। স্বাভাবিকভাবে সেই পরিবারগুলি মাসিক এক হাজার টাকা পাচ্ছে। অন্যদিকে অধিকাংশ মুসলমান পরিবারে একাধিক মহিলা থাকায় ওই সরকারি প্রকল্পে পরিবার পিছু ৩০ থেকে ৪০ হাজার টাকা পাচ্ছে।”

বিধায়কের দাবি, সমাজের বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করতেই এই প্রকল্প। বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে বিধায়কের দাবি, এ রাজ্যে সরকার বদল হলে ওই প্রকল্পের নাম অন্নপূর্ণা ভান্ডার করে প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। প্রকাশ্য সভামঞ্চে বিজেপি বিধায়কের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তালে ভয় পাচ্ছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে এই প্রকল্প প্রাপক নারীশক্তি বিজেপিকে রাজ্য ছাড়া করবে।