Video: ‘আইসি শুনে রাখ…’, পুলিশের ‘বাপ-মা’ তুলে বেনজির হুমকি সৌমিত্রর
Soumitra Khan: সম্প্রতি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দুটি সিএসপির বিরুদ্ধে।
বাঁকুড়া: পুলিশের পদস্থ কর্তাকে ‘তুই-তোকারি’। তাঁর পরিবারকে তুলে ধমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার বাঁকুড়ার সোনামুখী থানার মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে হাজির হয়ে সর্বসমক্ষে হুমকি দিলেন বিজেপি সাংসদ। সৌমিত্র বললেন, “আইসি অনেকদিন দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার।”
কেন আইসি-কে হুমকি সৌমিত্রর?
সম্প্রতি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দুটি সিএসপির বিরুদ্ধে। সেই অভিযোগকে সামনে রেখে সোমবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন এলাকার প্রায় ২০০ টি স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো মহিলারা। দোষীদের শাস্তির দাবিতে সরব হন সৌমিত্রও। সেই বিক্ষোভ থেকে সাংসদ দাবি করেন, এই মহিলারা যখন সোনামুখী থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তখন থানা সেই অভিযোগ নিতে অস্বীকার করেন।
এরপরই বিজেপি সাংসদ বেলাগাম ও অশালীন ভাষায় সোনামুখী থানার আইসি-কে হুমকি দিয়ে বলেন, “তোর ঘরে মা বোন নেই আইসি? এখানের মা বোনেদের টাকা চুরি করবি?” পুলিশ আধিকারিকের নামে এই ধরনের অশালীন মন্তব্য করার পাশাপাশি এদিন সৌমিত্র খাঁ প্রকাশ্যেই হুমকির সুরে বলেন, “আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। তারপর তার কী ব্যবস্থা করা যায় তা দেখব।”
এ দিকে, সাংসদ সৌমিত্র খাঁ-র এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে সব মহল। তৃণমূলের দাবি সাংসদের এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “ওনার রাজনৈতিক অস্তিত্ব কী? তিনটি নির্বাচন লড়েছেন তিনটে রাজনৈতিক দলের প্রতীকে। আর তিনি যে দল করেন সেই দল এমনই সংস্কৃতীর ধারক-বাহক।”