Allegations of Corruption: ছুটির দিনে ভূমি সংস্কার দফতরের নথি পোড়ানো নিয়ে বিতর্ক, ‘দুর্নীতি’ ঢাকতেই চুপি চুপি কাজ? ক্ষোভে ফেটে পড়লেন এলাকার লোকজন

Allegations of Corruption: এ ঘটনাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয়রা। এলাকার বাসিন্দাদের প্রাথমিক অনুমান, ওই দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতি ঢাকতেই সরকারি ছুটির দিনে গুরুত্বপূর্ণ বহু নথি পুড়িয়ে ফেলা হচ্ছিল। চাঞ্চল্য রাজনৈতিক মহলেও।

Allegations of Corruption: ছুটির দিনে ভূমি সংস্কার দফতরের নথি পোড়ানো নিয়ে বিতর্ক, ‘দুর্নীতি’ ঢাকতেই চুপি চুপি কাজ? ক্ষোভে ফেটে পড়লেন এলাকার লোকজন
রাজনৈতিক মহলেও জোর শোরগোল Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2024 | 2:04 PM

বাঁকুড়া: রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ভূমি সংস্কার দফতরের নথি পোড়ানো নিয়ে বিতর্ক। স্থানীয়দের দাবি, দফতরের দুর্নীতি ঢাকতেই ছুটির দিনে বহু গুরুত্বপূর্ণ ওই নথি পুড়িয়ে ফেলা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। যদিও ভূমি সংস্কার দফতরের এক কর্মী জানাচ্ছেন, অপ্রয়োজনীয় ও নষ্ট হয়ে যাওয়া কাগজই পোড়ানো হচ্ছিল। তবে ওই কাগজ পোড়ানোর কোনো বৈধ অনুমতি দেখাতে পারেননি ওই কর্মী। 

প্রসঙ্গত, বাঁকুড়ার রাইপুর ব্লকের ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে বারেবারে উঠেছে দুর্নীতির অভিযোগ। এবার সরকারি ছুটির দিনে সেই ভূমি সংস্কার দফতরের নথি পুড়িয়ে ফেলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হল। এদিন সকালে ওই দফতরের এক কর্মীকে দফতর চত্বরেই নথিগুলি পোড়াতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা ওই কর্মীর কাছে নথি পোড়ানোর অনুমতি দেখতে চাইলে তা দেখাতে পারেননি ওই কর্মী। উল্টে ওই কর্মী এক সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। 

এ ঘটনাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয়রা। এলাকার বাসিন্দাদের প্রাথমিক অনুমান, ওই দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতি ঢাকতেই সরকারি ছুটির দিনে গুরুত্বপূর্ণ বহু নথি পুড়িয়ে ফেলা হচ্ছিল। যদিও সে কথা মানতে নারাজ ভূমি সংস্কার দফতরের ওই কর্মী। তাঁর দাবি, অফিস পরিস্কার রাখার জন্য বিএলআরও-র নির্দেশেই অপ্রয়োজনীয় কাগজ পুড়িয়ে ফেলা হচ্ছিল। তাহলে ছুটির দিন বেছে নেওয়া হল কেন?  ওই কর্মীর সাফ জবাব অন্যান্য দিন বিভিন্ন পরিষেবা নিতে মানুষ অফিসে আসেন। সেদিন এই কাজ করলে মানুষ হয়রান হতো। সেই হয়রানি এড়াতেই ছুটির দিনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির দাবি, শাসকদলের মদতেই দুর্নীতি হয়েছে। সেই নথিই পুড়িয়ে ফেলা হয়।