Bankura Murder: মাথায় বাড়ি মেরে নৃশংসভাবে খুন করেছিল স্ত্রীকে, ২ বছর পর সামনে এল ‘ভয়ঙ্কর কারণ’

Bankura: ২০২০ সালের শালতোড়া থানার বাঁকুড়ার শিয়ালবেড়িয়া গ্রামের ঘটনা। সেখানেই বসবাস করতেন বছর পঞ্চাশের রামলাম টুডু।

Bankura Murder: মাথায় বাড়ি মেরে নৃশংসভাবে খুন করেছিল স্ত্রীকে, ২ বছর পর সামনে এল 'ভয়ঙ্কর কারণ'
মাথায় বাড়ি মেরে স্ত্রীকে খুন (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2022 | 3:29 PM

বাঁকুড়া: সংসারে প্রায়শই লেগে থাকত অশান্তি। সঙ্গে চলত কথা কাটাকাটি। কিন্তু পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা হয়ত ভাবেনি কেউ। কাটারি দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন। এই ঘটনায় স্বামীর দশ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত।

২০২০ সালের শালতোড়া থানার বাঁকুড়ার শিয়ালবেড়িয়া গ্রামের ঘটনা। সেখানেই বসবাস করতেন বছর পঞ্চাশের রামলাম টুডু। তাঁর সঙ্গে স্ত্রী ঢাঙ্গি টুডুর সাংসারিক অশান্তি প্রায়শই লেগে থাকত।দিনটা ছিল ১০ ই জুন। স্ত্রীর সঙ্গে কথাকাটি ওঠে চরমে। তখনই হঠাৎ স্বামী রামলাল টুডু, স্ত্রী ঢাঙ্গি টুডুর মাথায় কাটারির কোপ মারে। খবর পেয়ে ছেলে বৈদ্যনাথ টুডু মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এরপর প্রায় মাস তিনেক পর ছেলে বৈদ্যনাথ টুডু শালতোড়া থানার বাবার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেন। ঘটনার পর থেকেই রামলাল টুডু পলাতক ছিলেন। শালতোড়া থানার পুলিশ অভিযুক্ত রামলালকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদ করে জঙ্গলে লুকিয়ে রাখা ঘাতক অস্তটিকেও উদ্ধার করে সে। পুলিশ ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে। বিচারক সাক্ষী প্রমাণের ভিত্তিতে ৩০৪ এর পার্ট ওয়ান ধারায় মামলা রুজু করে আজ অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত।

এই বিষয়ে আইনজীবী জানান, “ওই এলাকায় রামলাল টুডু থাকত। স্ত্রীর সঙ্গে প্রায়শি তার ঝামেলা লেগে থাকত। হঠাৎ করে একদিন কুড়ুল দিয়ে কোপ মারে স্ত্রীর মাথায় রক্ত গড়িয়ে পড়তে থাকে। শেষমেশ মৃত্যু হয় মহিলার। এদিকে এই ঘটনা ঘটার পর পালিয়ে যায় অভিযুক্ত। জঙ্গলে লুকিয়ে রাখে কাটারি। সেখান থেকে পুলিশ ওই কাটারি আর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।”

আরও পড়ুন: Kanthi: চোলাই মদ, সঙ্গে মধুচক্র! হোটেল ব্যবসার খবর প্রকাশ্যে আসতেই ‘এই কীর্তি’ করলেন তৃণমূল নেতা

আরও পড়ুন: Bankura Water Problem: গরম বাড়তেই হাহাকার জলের, পাম্পিং হাউসেই বিপুল অপচয়ের ছবি