Bolpur: নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, বোলপুরে গ্রেফতার ৬০ বছরের বৃদ্ধ
Bolpur Case: কয়েকদিন আগেই কার্যত একই ধরনের একটি ঘটনার প্রতিচ্ছবি দেখা গিয়েছিল উত্তরবঙ্গে। ১২ বছরের এক নাবালিককে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৬১ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এমনকি ঘটনার জেরে ওই নাবালিকা গর্ভবতীও হয়ে পড়ে বলে জানা যায়।

বোলপুর: দুর্গাপুর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্যে। রাজনৈতিক মহলেও চাপানউতোর। প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। এরইমধ্যে এবার বোলপুর থানা এলাকার এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র চাঞ্চল্য এলাকায়। অভিযেগের আঙুল ৬০ বছরের এক বৃদ্ধের দিকে। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ। তাঁর বাড়িও ওই এলাকাতেই। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। কিছু সময়ের মধ্যেই নাবালিকার পরিবারের লোকজন বোলপুর থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ পাওয়ার পরেই অ্যাকশন শুরু করে দেয় পুলিশ। এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযুক্তকে এদিন বোলপুর আদালতে তোলা হচ্ছে। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন। চাপানউতোরও চলছে পুরোদমে। কঠোর শাস্তির দাবি তুলছেন নির্যাতিতার পরিবারের সদস্যরাও। তাঁদের একটাই কথা, দ্রুত বিচার চাই।
কয়েকদিন আগেই কার্যত একই ধরনের একটি ঘটনার প্রতিচ্ছবি দেখা গিয়েছিল উত্তরবঙ্গে। ১২ বছরের এক নাবালিককে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৬১ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এমনকি ঘটনার জেরে ওই নাবালিকা গর্ভবতীও হয়ে পড়ে বলে জানা যায়। তবে শুরুতে এ ঘটনা সামনে আসেনি। সদ্য নাবালিকার লাগাতার শরীর খারাপ হতেই হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই পরিষ্কার হয়ে যায় আসল ঘটনা। এ ক্ষেত্রেও জানা যায় অভিযুক্ত আসলে নির্যাতিতার প্রতিবেশী। ইতিমধ্যেই তাঁকে পকসো আইনে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশীরা। একই দাবি নাবালিকার পরিবারের সদস্যদেরও।
