Birbhum Election 2024 Result: কেষ্টকে ছাড়াই বীরভূমে জয়ী শতাব্দী, কত ভোট পেলেন বিজেপি প্রার্থী?

West Bengal Birbhum Election Result 2024: একুশের বিধানসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি আসনের মধ্যে ৬টি পায় তৃণমূল। একটিতে জেতে বিজেপি। চব্বিশের নির্বাচনে দলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে পায়নি তৃণমূল। তিহাড় জেলে দিন কাটছে তাঁর। অনুব্রতকে ছাড়াই জয়ী হল রাজ্যের শাসকদল। ১ লক্ষ ৯৭ হাজার ৬৫০ ভোটে জিতলেন শতাব্দী রায়।

Birbhum Election 2024 Result: কেষ্টকে ছাড়াই বীরভূমে জয়ী শতাব্দী, কত ভোট পেলেন বিজেপি প্রার্থী?
দেখে নিন কে কত ভোট পেলেন
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 1:30 PM

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

বীরভূম: প্রথমে কংগ্রেস। তারপর সিপিএম। ২০০৯ সালের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এই দুই দলের দখলে ছিল বীরভূম কেন্দ্র। ২০০৯ সালে প্রথমবার এই কেন্দ্রে জয় পায় রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস। সাংসদ হন অভিনেত্রী শতাব্দী রায়। তারপর থেকে ঘাসফুলের দখলে বীরভূম লোকসভা। জয়ের হ্যাটট্রিক করে ফেলেছেন শতাব্দী। এবারও তৃণমূলের প্রার্থী তিনি। ফের ঘাসফুল ফুটল বীরভূম কেন্দ্রে। বিপুল ভোটে জয়ী হলেন শতাব্দী রায়। দেখে নিন কে কত ভোট পেলেন।

বীরভূম:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল শতাব্দী রায় ৭,১৭,৯৬১ জয়ী ৪৭
বিজেপি দেবতনু ভট্টাচার্য ৫,২০,৩১১ পরাজিত ৩৪.০৬
কংগ্রেস মিল্টন রশিদ ২,২৬,২৬০ পরাজিত ১৪.৮১

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ দুবরাজপুর ৭,১৫৯ ৯৫,৪৬৬ ৮০,৯৫৪
২০২১ দুবরাজপুর ৬,০১৪ (AIFB) ৯৮,০৮৩ ৯৪,২২০
২০১৯ সিউড়ি ১০,১২০ ১,০০,২২৮ ৯১,০৯৭
২০২১ সিউড়ি ৮,২৬৭ (কংগ্রেস) ৯৮,৫৫১ ১,০৫,৮৭১
২০১৯ সাঁইথিয়া  ৮,০৪১  ৯৭,১০১  ৯৬,৭৯৫
২০২১  সাঁইথিয়া  ১০,৩৬৯  ৯৫,৩২৯  ১,১০,৫৭২
২০১৯ রামপুরহাট ১৩,৬৬৬ ৯৮,১৭৪ ৮৫,০৪৯
২০২১ রামপুরহাট ১১,৭০৭ ৯৪,৮০৪ ১,০৩,২৭৬
২০১৯ হাঁসন ২০,০৪০ ৬১,৪৪১ ৯১,৩৫১
২০২১ হাঁসন ৩৯,৮১৫ (কংগ্রেস) ৫৭,৬৭৬  ১,০৮,২৮৯
২০১৯ নলহাটি ১৯,৩৯৬ ৬২,৫৮৯ ৮৯,৯৭০
২০২১ নলহাটি ২১,৩২৮ (AIFB) ৬০,৫৩৩  ১,১৭,৪৩৮
২০১৯ মুরারই ১৮,২৫১  ৪৮,৮০৭  ১,১৮,২১০
২০২১ মুরারই  ১৭,২৮৭ (কংগ্রেস) ৪৮,২৫০  ১,৪৬,৪৯৬