AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: বন্ধ ঘর থেকে মা-ছেলের গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

Mother and Son’s Dead Body: প্রতিবেশীরা বলছেন শেষবার বৃহস্পতিবার বিকালে মা-ছেলেকে দেখেছিল প্রতিবেশীরা। কিন্তু এদিন সকাল থেকে আর তাঁদের কোনও সাড়া-শব্দ পাওয়া যায়নি। জানলা দিয়ে ভিতরে উঁকি দিতেই মা ও ছেলেকে গলার নলি কাটা অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা।

Birbhum: বন্ধ ঘর থেকে মা-ছেলের গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 26, 2025 | 8:43 PM
Share

সাঁইথিয়া: বন্ধ বাড়ির ভিতর থেকে মা-ছেলের গলার নলি কাটা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বীরভূমের সাঁইথিয়ায়। পুজোর মুখে এ ঘটনায় শোকের ছায়া গোটা পাড়ায়। মৃত মহিলার নাম নাম বানি রায়। একইসঙ্গে উদ্ধার হয়েছে তাঁর ছেলে জ্যোতির্ময় রায়ের নাম। জ্যোতির্ময় কাঠের কাজ করত। সূত্রের খবর, বাজারে তাঁর বেশ অনেকটা ধার-দেনা হয়ে গিয়েছিল। সে কারণেই আত্মহত্যা করে থাকতে পারে বলে অনেকেই অনুমান করছেন। যদিও আসল ঘটনা কী তা খতিয়ে দেখছে পুলিশ। 

প্রতিবেশীরা বলছেন শেষবার বৃহস্পতিবার বিকালে মা-ছেলেকে দেখেছিল প্রতিবেশীরা। কিন্তু এদিন সকাল থেকে আর তাঁদের কোনও সাড়া-শব্দ পাওয়া যায়নি। জানলা দিয়ে ভিতরে উঁকি দিতেই মা ও ছেলেকে গলার নলি কাটা অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। পরবর্তীতে পুলিশ এসে মা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করে। তা ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে।

কান্নায় ভেঙে পড়েছেন জ্যোতির্ময়ের মামা সুধাকর সূত্রধরও। তিনি বলছেন, “আমি তো সারাদিন কিছুই শুনিনি। বিকালে জানতে পারি। কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ছেলেটা তো খুবই ভাল। খেটে খায়। কোনওরকম নেশাও করে না। পুজোর সময় এ ঘটনা মানতেই পারছি না।” আর এক মামা সুকুমার সূত্রধর বলছেন, “কী থেকে এটা ঘটেছে কিছুই বুঝতে পারছি না। যখন জানলাম ততক্ষণে পুলিশ এসে গিয়েছে। তবে কেন এরকম করল তা নিয়ে পাড়ার লোকও কিছুই বলতে পারছে না।”