Anubrata Mondal: ঘিয়ে রঙের পাঞ্জাবি পরে কার্নিভালে স্বমহিমায় হাজির কেষ্ট, মাইক হাতে তুলেই বললেন…

Anubrata Mondal News: এ দিন ঘিয়ে রঙের পাঞ্জাবিতে দেখা যায় কেষ্টকে। বোলপুরের কার্নিভালে বেশ ভাল মুডেই দেখা গেল তাঁকে। মঞ্চে উঠলেন। তার আগে ফিতে কেটে উদ্বোধন করেন কার্নিভালের। শুধু তাই নয়, বক্তৃতা দিতেও দেখা যায় তাঁকে।

Anubrata Mondal: ঘিয়ে রঙের পাঞ্জাবি পরে কার্নিভালে স্বমহিমায় হাজির কেষ্ট, মাইক হাতে তুলেই বললেন...
অনুব্রত মণ্ডলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 9:56 PM

বীরভূম: সোমবার ছিল জেলাগুলিতে পুজো কার্নিভাল। আর সেই কার্নিভালে একেবারে ফুরফুরে মেজাজে হাজির বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এতদিন জেলে থাকার কারণে মিস হয়ে গিয়েছে উৎসব। তা সে দুর্গাপুজো হোক বা কালী পুজো। তবে সদ্যই ছাড়া পেয়েছেন তিনি। দীর্ঘ প্রায় ২৫ মাস বীরভূমের বাইরে থাকার পর এই প্রথম কোনও মঞ্চে উঠলেন অনুব্রত।

এ দিন ঘিয়ে রঙের পাঞ্জাবিতে দেখা যায় কেষ্টকে। বোলপুরের কার্নিভালে বেশ ভাল মুডেই দেখা গেল তাঁকে। মঞ্চে উঠলেন। তার আগে ফিতে কেটে উদ্বোধন করেন কার্নিভালের। শুধু তাই নয়, বক্তৃতা দিতেও দেখা যায় তাঁকে। তবে তাৎপর্যপূর্ণ বিষয়, এ দিন বোলপুরে অনুব্রতর পাশে দেখা যায়নি সাংসদ শতাব্দী রায় ও তৃণমূল নেতা কাজল শেখকে। তাঁরা দু’জনই উপস্থিত ছিলেন সিউড়ির আরও একটি পুজো কার্নিভালে। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, তবে কি কোথাও দাঁড়িয়ে অনুব্রত-কাজলের ঠান্ডা লড়াই রয়েই গিয়েছে? নাকি সবটাই স্বাভাবিক।

আজ মঞ্চে দাঁড়িয়ে কেষ্ট বলেন, “এই কার্নিভাল মুখ্যমন্ত্রীর ভাবনা। সেই কারণেই গোটা রাজ্যজুড়ে তা পালিত হচ্ছে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অভিনন্দন কার্নিভালে আসার জন্য। আমরা সবাইকে নিয়ে চলব, সবাইকে ভালবাসব। দুই-দুই করব না। হিংসার ঘটনা ঘটাব না।”