Birbhum: ‘দেখুন কীভাবে বোমা বাঁধছে…’, মোবাইল খুলে সব কিছু সাংবাদিকদের দেখালেন তৃণমূল নেতা
Anubrata Mondal and Kajal seikh:নুরুল ইসলামের দাবি, বীরভূমের সিউড়ি ২ ব্লকের অন্তর্গত হাড়াইপুর গ্রামে এইভাবেই দুষ্কৃতীরা মঙ্গলবার রাতে বোমা বেঁধছে। এলাকাকে অশান্ত করার জন্য এই সব সমাজবিরোধী কাজ হচ্ছে। কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হয়নি। যদিও, এই দুষ্কৃতীদের পিছনে কাদের মদত রয়েছে তা তিনি স্পষ্ট করেননি।

বীরভূম: বোমা বাঁধার ভিডিয়ো দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের ব্লক সভাপতির। অবাধে চলছে বোমা বাঁধার কাজ। অস্ত্র হাতে রয়েছে দুষ্কৃতীরা। কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না। সংবাদমাধ্যমের কাছে ভিডিয়ো ও ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলামের। আর তাতেই শুরু রাজনৈতিক তর্জা।
নুরুল ইসলামের দাবি, বীরভূমের সিউড়ি ২ ব্লকের অন্তর্গত হাড়াইপুর গ্রামে এইভাবেই দুষ্কৃতীরা মঙ্গলবার রাতে বোমা বেঁধছে। এলাকাকে অশান্ত করার জন্য এই সব সমাজবিরোধী কাজ হচ্ছে। কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হয়নি। যদিও, এই দুষ্কৃতীদের পিছনে কাদের মদত রয়েছে তা তিনি স্পষ্ট করেননি।
প্রসঙ্গত, সিউড়ি ২ ব্লক গত কয়েকমাস ধরে তৃণমূল গোষ্ঠী কোন্দল বারবার সামনে এসেছে। মূলত কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজনের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের বারবার দ্বন্দ্ব বেঁধেছে। এরই মাঝে ২০ জুন ওই ব্লকের দমদমা গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পিছনে বোমা ফাটার ঘটনা ঘটে। এমনকী, দিন দুয়েক আগে ওই ব্লকেই শাসক দলের নেত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাতেও অভিযোগ তীর ওঠে অপর গোষ্ঠীর দিকে। এছাড়া গত এপ্রিল মাসে ওই পুরন্দরপুরে ব্লক কার্যালয়ের সামনে দুই গোষ্ঠীর সংঘাত বাঁধে। এমনকী এক তৃণমূল কর্মীর কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়া একাধিকবার বোমাবাজির অভিযোগও ওঠে। এরই মাঝে শাসক দলের এই বিস্ফোরক অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
নুরুল ইসলাম বলেন, “এই দেখুন কীভাবে রাতের বেলা বোমা বাঁধছে। আর্ট দেখছেন? কীভাবে ধরে আছে…।” কাজল শেখ বলেন, “সিউড়ি ২ নম্বর ব্লকে উত্তেজনা পূর্বক এলাকা হিসাবে চিহ্নিত আছে। এটা আলোচনা করব। কোথা থেকে এরা এই উৎসাহ পাচ্ছে কে জানে? বিগত দু’বছরে এত নির্বাচন হল বোমা-গুলি চলেনি। অথচ এখন যে এত বোমা-গুলি কোথা থেকে আসছে কে জানে। তবে পুলিশ আশ্বাস দিয়েছে কাউকে ছেড়ে কথা বলা হবে না।”

