Coochbehar Accident: অ্যাম্বুলেন্সের ধাক্কা বাইক-টোটোয়, থেঁতলে গিয়ে মৃত্যু ২ জনের
Coochbehar: ঘটনাস্থল কোচবিহারের তল্লিগুরীতে। জানা গিয়েছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি বাইকে ধাক্কা মারে ওই অ্যাম্বুলেন্সটি। সেই সময় নিজের বাইকে বাড়িতে ফিরছিলেন কাদের মিয়া তার স্ত্রী জাবেদা বিবি (৩৭) ও মেয়ে খুশি বানু (১৯)।
কোচবিহার: অনুষ্ঠান বাড়ি থেকে বাইকে চড়ে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন ব্যক্তি। সিটে বসেছিলেন স্ত্রী ও মেয়ে। তখনই ঘটল অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে এখটি অ্যাম্বুলেন্সটি সোজা ধাক্কা মারে বাইকটিতে। তারপর আবার সেটি ধাক্কা মারে একটি টোটোর পিছনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। আহত বেশ কয়েকজন।
ঘটনাস্থল কোচবিহারের তল্লিগুরীতে। জানা গিয়েছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি বাইকে ধাক্কা মারে ওই অ্যাম্বুলেন্সটি। সেই সময় নিজের বাইকে বাড়িতে ফিরছিলেন কাদের মিঞা তার স্ত্রী জাবেদা বিবি (৩৭) ও মেয়ে খুশি বানু (১৯)। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাবেদা ও খুশির। কাদের মিঞাকে আশংকাজনক অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
এরপর অ্যাম্বুলেন্সটি গিয়ে ধাক্কা মারে টোটোতে। সেখানে বসে থাকা পূর্ণচন্দ্র অধিকারী সহ আরও কয়েকজন ব্যক্তি গুরুতর আহত হন। কাদের মিঞার বাবা বলেন, “আমি শুনলাম ছেলের রাস্তায় দুর্ঘটনার মুখে পড়েছে। বৌমা-নাতনির অবস্থাও শুনতে পেয়েছে। একটা অ্যাম্বুলেন্স নাকি ধাক্কা মেরেছে।”