Udayan Guha: দলের সভায় দলের নেতাদের উপরেই রেগে লাল উদয়ন, দিলেন কড়া হুঁশিয়ারি
Udayan Guha: ‘দলবদলু’ নেতাদের পাশেও দাঁড়াতে দেখা যায় তাঁকে। সাফ বলেন, যাঁরা বিজেপির টিকিটে জয়ী হয়ে ফের তৃণমূল কংগ্রেসে এসেছে, তা ছাড়াও বিজেপির যে সমস্ত নেতৃত্ব তৃণমূলে এসেছে তাদের যেন সমানতালে গুরুত্ব দেওয়া হয়।
দিনহাটা: একেবারে রণংদেহী মেজাজে উদয়ন গুহ। দিনহাটা ২ নং ব্লকের খট্টিমারিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় নাম না করে নিজের দলের নেতাদের হুঁশিয়ারি দিতে দেখা গেল তাঁকে। অভিযোগ, দলের বিভিন্ন নেতা বিভিন্ন সময়ে সালিশি সভা, বিয়ের নাম করে টাকা তুলে নিজের পকেটে ঢুকিয়ে রাখেন। এদিন তা নিয়ে সরব হতে দেখা যায় উদয়নকে। সেইসব নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এরপর কোনওরকম আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ আসে তাহলে সেই সব নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে।”
অন্যদিকে আবার ‘দলবদলু’ নেতাদের পাশেও দাঁড়াতে দেখা যায় তাঁকে। সাফ বলেন, যাঁরা বিজেপির টিকিটে জয়ী হয়ে ফের তৃণমূল কংগ্রেসে এসেছে, তা ছাড়াও বিজেপির যে সমস্ত নেতৃত্ব তৃণমূলে এসেছে তাদের যেন সমানতালে গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রীর দাবি, তৃণমূলের কিছু হেরে যাওয়া পঞ্চায়েত স্তরের নেতা রয়েছেন যারা নিজেদের ভাগ কমে যাওয়ার ভয় পাচ্ছেন। তাঁরা বিজেপি থেকে যে সমস্ত পঞ্চায়েত স্তরের নেতা-কর্মী এসেছেন তাদের কাছে ঘেঁষতে দেন না। তাঁদেরও এদিন সতর্ক করেন উদয়ন।
পাশাপাশি উদয়ন আরও বলেন, দিনহাটা মহকুমাতে সবচেয়ে বেশি বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন হয়েছে। কিন্তু তবুও সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেয়। এ নিয়ে নিজের দলের নেতাদের দোষারোপ করেন তিনি। তাঁদেরই তোলের কাঠগড়ায়। তাঁর সাফ দাবি, “সাধারণ মানুষের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না এই নেতারা। তাই নির্বাচনে দলের ফলাফলে এই অবস্থা।”