Dinhata: পাশের ঘর থেকে কীসব আওয়াজ করছিলেন মহিলা, ঘরে যেতেই হতবাক সকলে
Coochbehar: জানা গিয়েছে, শুক্রবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ প্রতিবেশী নিখিল বর্মণ রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনি একটি আওয়াজ শুনতে পান। পাশের বাড়ির দেবী বর্মণ ঘরের ভিতর থেকে আওয়াজ করছেন। কাছে গিয়ে দেখেন মাটিতে লুটিয়ে রয়েছে দেবী বর্মণ।
দিনহাটা: কোচবিহারে দিনহাটায় চলল গুলি। রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল ওই গৃহবধূর দেহ। ঘটনাটি ঘটেছে দিনহাটায় এক নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের বউলেরকুঠি এলাকায়। কীভাবে গৃহবধূ গুলিবিদ্ধ হল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ।
জানা গিয়েছে, শুক্রবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ প্রতিবেশী নিখিল বর্মণ রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনি একটি আওয়াজ শুনতে পান। পাশের বাড়ির দেবী বর্মণ ঘরের ভিতর থেকে আওয়াজ করছেন। কাছে গিয়ে দেখেন মাটিতে লুটিয়ে রয়েছে ওই মহিলা। রক্তাক্ত অবস্থায় দেবীকে দেখে চিৎকার শুরু করেন নিখিল। আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। তড়িঘড়ি সকলে ওই গৃহবধূকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলে তাঁর। কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে বিপদমুক্ত রয়েছে দেবী বর্মণ।
তবে এখনও পর্যন্ত তার স্বামী সঞ্জীব বর্মণের কোনও খোঁজ মেলেনি। প্রতিবেশীরা সকলেই জানিয়েছে এই ঘটনা কীভাবে ঘটেছে তারা জানে না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্বামী-স্ত্রীর গন্ডগোলের জেরেই সম্ভবত এই ঘটনা ঘটেছে। গতকাল পুরো দিন মদ্যপ অবস্থায় ছিলেন স্বামী সঞ্জীব বর্মণ।