AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South Dinajpur: ধর্ষণের অভিযোগের পরেও জামিন! জেল থেকে বেরিয়েই ফের ধর্ষণের হুমকি গৃহবধূকে

South Dinajpur: নির্যাতিতার দাবি, জেল থেকে বেরিয়েই ফের স্বরূপ ধরেছে ওই যুবক। বারবার ফোন করতে থাকে। ফোন না ধরলে লোক পাঠিয়ে আবারও ধর্ষনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। মামলা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে।

South Dinajpur: ধর্ষণের অভিযোগের পরেও জামিন! জেল থেকে বেরিয়েই ফের ধর্ষণের হুমকি গৃহবধূকে
জেল থেকে বেরিয়েই ফের ধর্ষণের হুমকি Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2025 | 10:50 AM

রায়গঞ্জ: ধর্ষণের অভিযোগ। গ্রেফতারও করেছিল পুলিশ। জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরতেই ফের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। ভয়ে সিঁটিয়ে গৃহবধূ। মামলা প্রত্যাহার না করলে ফের ধর্ষণ করা হবে, গৃহবধূর অভিযোগ এই ভাষাতেই তাঁকে ফের হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্ত। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ থানা এলাকায়। ভয়ে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন গৃহবধূ। শনিবার রাতে পুলিশকে তিনি গোটা ঘটনা খুলে বলেন।

গৃহবধূ জানাচ্ছেন, গত মাসের ৮ তারিখ এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কিন্তু এদিকে ঘটে যায় অন্য ঘটনা। নির্যাতিতার মেডিকেল রিপোর্ট আদালতে জমা না পড়ায় জামিন পেয়ে যায় অভিযুক্ত। এমনটাই বলছেন নির্যাতিতা। 

নির্যাতিতার দাবি, জেল থেকে বেরিয়েই ফের স্বরূপ ধরেছে ওই যুবক। বারবার ফোন করতে থাকে। ফোন না ধরলে লোক পাঠিয়ে আবারও ধর্ষনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। মামলা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে। ইতিমধ্যেই পুলিশি তদন্তের অভিমুখ নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতা। গৃহবধূর দাবি, ওই যুবক এলাকায় রীতিমতো প্রভাবশালী। সে কারণেই নির্বিকার পুলিশ। ঘটনায় চাপানউতোর চলছে এলাকায়। কাঁদতে কাঁদতে নির্যাতিতা বলছেন, “কেন আমার রিপোর্ট কোর্টে গেল না? ও কী করে বেল পায়? আমার খুবই ভয় লাগছে। বারবার ফোন করছে। আবার ধর্ষণের হুমকি দিচ্ছি। পাড়ায় বের হতে পারছি না। সবাই হাসাহাসি করছে। আমার পরিবারের লোকজনকেও খুনের হুমকি দিচ্ছে।”