বালুরঘাট: বিক্ষিপ্ত কিছু গোলমালের ঘটনা ছাড়া এখনও পর্যন্ত বাংলায় দ্বিতীয় দফার ভোট পর্ব শান্তিতেই চলছে। এসবের মধ্য়েই আজ সকালেই বড় অভিযোগ তুললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা পদ্ম শিবিরের রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সকালে সস্ত্রীক ভোট দিয়ে বেরিয়ে বললেন, “ইটাহারে হিন্দুরা সংখ্যায় কম। সেখানে হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে।” সুকান্তর অভিযোগ, এলাকার তৃণমূল বিধায়কের দিকে। বালুরঘাটের বিজেপি প্রার্থী বলেন, “সেখানকার বিধায়ক মুশারফ হোসেনের নেতৃত্বে এসব চলছে। এরকম ধমকি-চমকি দেওয়া হচ্ছে।”
এদিকে সুকান্তর এই অভিযোগের প্রসঙ্গ নিয়ে যোগাযোগ করা হয়েছিল ইটাহারের তৃণমূল বিধায়কের সঙ্গেও। তিনি অবশ্য বিজেপির রাজ্য সভাপতির তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, “এসব মিথ্যা কথা। হাস্যকর অভিযোগ। ভোট ভাল হচ্ছে না বলে, এসব মিথ্যা কথা বলছে। এসব মিথ্যা অভিযোগ। আমি বলেছি, যে যাঁকে ইচ্ছা, তাঁকে ভোট দেবেন। কাউকে কোনও ভয় দেখানো হয়নি। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।”
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুশারফ হোসেনের জানান, এলাকায় অবাধ-শান্তিপূর্ণ ভোটই হয়। অতীতেও তাই-ই হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনেও একটিও ঢিল ছোড়াছুড়ি হয়নি এলাকা, এমনই দাবি ইটাহারের তৃণমূলের বিধায়কের। এদিকে, শুক্রবার সকালে ভোট দিতে গিয়ে কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়তে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে। ভোটার লিস্টে তাঁর নাম খুঁজে পেতে সমস্যা হওয়ায় কিছুটা দেরি হয় সুকান্তর ভোট দেওয়ায়। তবে ভোটদানের পর বিজেপির জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।