বালুরঘাট: ভোটের সকালে একেবারে অভিনব দৃশ্য বালুঘাটে। ছড়াল বিতর্কিত পোস্টার। প্রথমে তৃণমূলের বিপ্লব মিত্রর নামে বিতর্কিত লিফলেট। তারপর একই কায়দায় বিজেপির সুকান্ত মজুমদারের ছবি-সহ লিফলেট ঘিরে ছড়াল বিতর্ক। বিতর্কিত ওই লিফলেটে লেখা হয়েছে, ‘বিজেপি পরিবারে অভ্যন্তরীণ কলহ স্পষ্ট। আমাদের নেতাদের ইগোটা বড় হয়ে গিয়েছে।’ বিতর্কের আগুনে আরও ঘৃতাহুতি করেছে, একশো দিনের কাজ ও আবাসের টাকার বিতর্ক। লিফলেটে লেখা, ‘টাকা আটকানো আমার জীবনের এক ঐতিহাসিক ভুল ছিল… এই ভোটে হার আমার দায় না।’
প্রথমে তৃণমূল প্রার্থীর নামে, তারপর বিজেপি প্রার্থীর নামে… সাত সকালে জোড়া বিতর্কিত লিফলেট ঘিরে হইচই পড়ে গিয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। যদিও এই বিতর্কিত লিফলেটের সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই দাবি সুকান্ত মজুমদারের। বিতর্কিত লিফলেটের প্রসঙ্গে সুকান্তকে আজ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার দলে কোনও কোন্দল নেই। আমি কোনও লিফলেটও ছাড়িনি। জেলাবাসীকে ঠিক করতে হবে, তাঁরা কাকে জেতাবেন। আমার বিশ্বাস, জেলাবাসী বিজেপিকে জেতাবেন।’
দ্বিতীয় দফার ভোটের সকালে বালুরঘাটে এক অভিনব বিতর্ক। তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থী উভয়ের ছবি-সহ লিফলেট ছড়িয়েছে কেউ বা কারা। তৃণমূল ও বিজেপি উভয় দলের প্রার্থীরাই দাবি করছেন, এই লিফলেটের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। উল্টে এক দল, অন্য দলের দিকে আঙুল তুলতে শুরু করেছে এই বিতর্কিত লিফলেট ছড়ানোর ঘটনায়।