AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: সঠিক সময়ে মেলেনি এনুমারেশন ফর্ম, বালুরঘাটে কাজ শুরু করতে দেরি BLO-র

Balurghat SIR:বিএলও-র সঙ্গে থাকা বিএলএ- ২ দের নেই কোন পরিচয় পত্র। সেভাবেই তাঁরা বিএলওদের সঙ্গে ঘুরছেন বাড়ি বাড়ি। যা নিয়ে উঠছে প্রশ্ন? যদিও তাঁদের দাবি, জেলা প্রশাসনের তরফ থেকে তাঁদের শুধু কাগজ দেওয়া হয়েছে। এখনও পরিচয়পত্র দেওয়া হয়নি৷  বিষয়টি প্রশাসন ও আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন।

Balurghat: সঠিক সময়ে মেলেনি এনুমারেশন ফর্ম, বালুরঘাটে কাজ শুরু করতে দেরি BLO-র
বালুরঘাটে কাজ শুরু করতে দেরি BLO-দেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 04, 2025 | 5:28 PM
Share

বালুরঘাট: সঠিক সময়ে মেলেনি এনুমারেশন ফর্ম। যার কারণে বালুরঘাট সহ জেলার বেশির ভাগ বিএলও সঠিক সময়ে বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু করতে পারল না। মঙ্গলবার দুপুর দুটোর পর বালুরঘাট শহরের বেশিরভাগ বিএলও বাড়ি বাড়ি যেতে শুরু করে। বিএলও-র সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি ও তৃণমূলের বিএলএ- ২ রা। দুপুরের পর এনুমারেশন ফর্ম পেলেও তা সংখ্যায় যৎসামান্য। শুধু বালুরঘাট নয় জেলার বাকি সাতটি ব্লকের চিত্রটাও একই। যার কারণে বাড়ি বাড়ি গিয়ে ও কাজ করতেও সমস্যায় পড়তে হচ্ছে বিএলওদের।

এদিকে বিএলও-র সঙ্গে থাকা বিএলএ- ২ দের নেই কোন পরিচয় পত্র। সেভাবেই তাঁরা বিএলওদের সঙ্গে ঘুরছেন বাড়ি বাড়ি। যা নিয়ে উঠছে প্রশ্ন? যদিও তাঁদের দাবি, জেলা প্রশাসনের তরফ থেকে তাঁদের শুধু কাগজ দেওয়া হয়েছে। এখনও পরিচয়পত্র দেওয়া হয়নি৷  বিষয়টি প্রশাসন ও আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন।

পরিচয়পত্র থাকলে কাজ করতেও তাঁদেরও সুবিধা হবে। এদিকে সঠিক সময়ে কাজ শুরু না হওয়া ও প্রয়োজনীয় ফর্ম না পাওয়ায় জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তবে প্রথম দিনে বালুরঘাট-সহ জেলাতে সার নিয়ে কোন অভিযোগ নেই বলেই প্রশাসন সূত্রে খবর। কাজ করতে কোন সমস্যা হচ্ছে না বলেই বিএলওরা জানিয়েছেন।

এসআইআর কাজ শুরু হতেই বাধা পেলেন এক বিএলও।  সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথে। বাগনান খালোড় কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস উনসানি গড়পায় বিএলও হিসাবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন। অভিযোগ, কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তাঁর কাছে নির্বাচন কমিশনের পরিচয় পত্র দেখতে চান।