BJP Protest: মহালয়ার আগে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চপ-ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করে প্রতিবাদ বিজেপির

South Dinajpur: রাস্তায় ঘুরে-ঘুরে চপ,ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করেন বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা৷ বেকারদের পাশে থাকতে এমন অভিনব ভাবেই বালুরঘাটে প্রতিবাদ জানাল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চা৷

BJP Protest: মহালয়ার আগে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চপ-ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করে প্রতিবাদ বিজেপির
বিজেপির প্রতিবাদ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 1:34 PM

বালুরঘাট: কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক-যুবতীদের উপার্জনের জন্য পুজোর মধ্যে চপ,ঘুগনি, ঝালমুড়ি বিক্রির উপদেশ দিয়েছিলেন। এমনকী কচুরিপানা দিয়ে পাতা ও কাশফুল দিয়ে বালিশ তৈরির শিল্পের পরামর্শও দিয়েছিলেন তিনি। সেই কারণে শনিবার সকাল থেকেই পথে নেমেছে বিজেপি।শনিবার সকালে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চপ ঘুগনির দোকান দেওয়া হয়। এছাড়াও বিক্রি করা হয় ঝালমুড়ি।

রাস্তায় ঘুরে-ঘুরে চপ,ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করেন বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা৷ বেকারদের পাশে থাকতে এমন অভিনব ভাবেই বালুরঘাটে প্রতিবাদ জানাল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চা৷ এ দিনের, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি যুব মোর্চার বিক্রি করা চপ ঘুগনি ও ঝালমুড়ি কিনতে একরকম হুড়োহুড়ি পড়ে যায় বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে। স্থানীয় অনেকেরই মন্তব্য মমতা ব্যানার্জি ঝালমুড়ি ও চপ ঘুগনি বিক্রি করতে বলেছেন, তাই বিজেপি নেতারা এসব বিক্রি করছেন।

এ বিষয়ে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী বলেন, ‘বেকার যুবক-যুবতীদের জীবন নিয়ে যেভাবে খেলা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রচুর শিক্ষিত বেকার যোগ্যতা থাকা সত্বেও চাকরি পাচ্ছেন না। এদের মধ্যে কেউ-কেউ ইঞ্জিনিয়ারিং করেছেন, কেউ আবার পিএইচডি করে বেকার অবস্থায় ঘরে বসে রয়েছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী এই বেকারদের পরামর্শ দিচ্ছেন যে যাতে পুজোর সময় ঝালমুড়ি, ঘুগনি বিক্রি করেন।’

পথ-চলতি এক সাধারণ মানুষ বলেন, ‘এখানে দেখলাম বিজেপির পোস্টার লাগানো আছে। সবাই বলেছে তাই আমিও নিলাম। মুখ্যমন্ত্রী নিজে যা পরামর্শ দিয়েছেন সেটা তাঁর ব্যক্তিগত। আমাদের এখানে দেওয়া হচ্ছে আমরা নিচ্ছি।’

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

‘আমি বলেছিলাম বলে অনেকে আমাকে টোন টিটকিরি করে। কিন্তু এটাই বাস্তব। এক হাজার টাকা জোগাড় করুন। একটা কেটলি কিনুন। কয়েকটা মাটির ভাঁড় কিনুন। দেখবেন কেমন চা বিক্রি হয়। তারপর কয়েকদিন যাওয়ার পর মা-কে বলুন একটি ঘুগনি করে দিতে, একটু আলুর দম করে দিতে। এই তো পুজো আসছে সামনে। দেখবেন, লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে। কোনও কাজ জীবনে ছোট নয়। একটু খেটে খেতে হবে, শরীরে নাম মহাশয়।’