AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: ‘শাসকদলের ছাত্র নেতার দাদাগিরি দেখুন’, সুকান্ত ভিডিয়ো পোস্ট করতেই প্রিন্সিপাল বলছেন ‘ফালতু’ অভিযোগ

Sukanta Majumdar: ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ছাত্রের কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে এক ছাত্র নেতা। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

Sukanta Majumdar: ‘শাসকদলের ছাত্র নেতার দাদাগিরি দেখুন’, সুকান্ত ভিডিয়ো পোস্ট করতেই প্রিন্সিপাল বলছেন ‘ফালতু’ অভিযোগ
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 9:32 PM
Share

বালুরঘাট: বালুরঘাট কলেজে ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্র নেতাদের মদ্যপানের ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল রাজনীতির আঙিনায়। মঙ্গলবার আবার বালুরঘাট ল কলেজে তৃণমূল ছাত্র নেতার দাদাগিরির ভিডিয়ো সামনে এসেছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ছাত্রের কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে এক ছাত্র নেতা। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

যে ছাত্র নেতাকে দেখা যাচ্ছে তাঁর নাম রূপম লাহা বলে দাবি করছেন সুকান্ত। কলেজ সূত্রে খবর, চলতি বছরের মাঝামাঝি সময়ের ভিডিয়ো এটি। ছাত্র নেতার সেই ভাইরাল ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করনি টিভি ৯ বাংলা। অভিযুক্ত ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী বলেও জানা যাচ্ছে। তবে ঠিক কি কারণে ওই ছাত্রের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিলেন টা পরিষ্কার করে জানা যায়নি। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন জেলা বিজেপির নেতারাও। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষবাণ শানিয়ে বলছেন, “গোটা রাজ্যের বিভিন্ন কলেজের চিত্রটা একই। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে পরিস্কার ভিডিয়োটি বালুঘাট ল কলেজের। এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি নির্বাচনের সময় এই ল কলেজে ছাত্রদের ব্যবহার করে থাকেন।”  

যদিও জেলা তৃণমূলের বক্তব্য রাজনৈতিক ফায়দা তুলতে মিথ্যে ভিডিয়ো ছড়াচ্ছেন সুকান্ত মজুমদার। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুভাষ চাকি বলছেন, বলা হচ্ছে ছাত্রনেতা আরেক ছাত্রের কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। অথচ সেই ভিডিয়োতে পরিষ্কার দেখা যাচ্ছে দুই বন্ধু একসঙ্গে যাচ্ছে। কলার নয় টাই ধরে যাচ্ছিল তাঁরা। কিছুটা যেতেই টাই ছেড়ে দিতে দেখা যায়। এটা নিতান্তই দুই বন্ধুর বিষয়। অহেতুক এখানে রাজনীতির রঙ লাগানো হচ্ছে। 

অন্যদিকে বালুরঘাট ল কলেজের ভারপ্রাপ্ত টিআইসি সন্তোষ কুমার তেওয়ারি বলছেন ‘ফালতু’ অভিযোগ। বলেন, বিষয়টি আমাদের ঠিক জানা নেই। তাই কি ভাইরাল হয়েছে তা জানা নেই। এ নিয়ে আমাদের কাছে কোনও লিখিত অভিযোগও হয়নি। যে অভিযোগ করা হচ্ছে তার কোন মানেই নেই। একদম ফালতু অভিযোগ।